ক্রিকেট জগতে কম পরিসরের একটি জনপ্রিয় খেলা হলো আইপিএল। করোনা সংক্রমণ বাড়ার কারণে আইপিএল এর ১৪ তম আসরের খেলা স্থগিত করা হয়। সংক্রমণ কমার কারণে আজ রাত ৮ টায় আবার শুরু হবে এই আসর।
আজ আইপিএলের ১৪তম আসরের ৩০তম ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। আইপিএলে অতীতে সবচেয়ে বেশি পাঁচবারের চ্যাম্পিয়ন হয় মুম্বাই। আর তিনবার শিরোপা জিতে নেয় চেন্নাই।
এই চলতি আসরের প্র্রথম দিকে মুম্বাই ইন্ডিয়ান্স ৪ উইকেটে পরাজিত করে চেন্নাইকে। সেই ম্যাচে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয় উপহার দেন মুম্বাইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড। ফিরতি লেগে মুম্বাইয়ের বিপক্ষে সেই হারের বদলা নিতে চাইবে ধোনির চেন্নাই সুপার কিংস।
করোনা সংক্রমণের পর মাঠে ফেরার জন্য সম্ভাব্য একাদশ ঘোষণা করে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের একাদশে এবার যারা জায়গা পেয়েছেন তারা হলেন: কুইন্টন ডি কক, রোহিত শর্মা, ইশান কিশান, সুরাইয়া কুমার যাদব, কায়রন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, করুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জয়ন্ত যাদব, জসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।