দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ

বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভাব্য একাদশ

বাংলাদেশের জয়ের জন্য ২ ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। কিন্তু এই রান করতে না পারায় পরাজয়ের মধ্য দিয়েই শেষ হয় এই  ইনিংস।

শেষ ওভারে ২৮ রানের প্রায় অসম্ভব সমীকরণ মেলানো সম্ভব হয়নি। ২০৬ রানের বিশাল টার্গেট দেয় স্বাগতিক জিম্বাবুয়ে । ছয় উইকেটে ১৮৮ রানে থেমে যায় সফরকারীরা।

শনিবার জিম্বাবুয়ের হারারেতে প্রথম টি-টোয়েন্টি তে বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে।

আজ দ্বিতীয়বারের মতো স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।  সেই একই ভেন্যু হারারেতে, একই সময় বিকাল ৫টায়। এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসেবে বাঁচা-মরার লড়াই। সিরিজ বাঁচাতে অবশ্য দলে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান।  ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।