বিশ্বকাপ টি-টোয়েন্টির দল ঘোষণা করলেন বাংলাদেশ। আগামি বিশ্বকাপ টি-টোয়েন্টিতে মাহমুদুল্লাহকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করলেন বিসিবি।
অক্টোবর-নভেম্বর এ অনুষ্ঠিত বিশ্বকাপ টি-টোয়েন্টির জন্য প্রস্তুত গ্রহন করেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ এ দলে জায়গা পেয়েছেন যারা তারা হলেন মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।
এর মধ্যে প্রথমবারের মতো বিশ্বকাপ এ ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
১৫ সদস্যের এই দলে রয়েছেন চলমান নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা প্রায় সবাই। করোনাভাইরাসের বিষয়টি মাথায় রেখে ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়ে স্কোয়াডে। স্ট্যান্ডবাই তালিকায় আছেন – পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
আগামি ১৭ অক্টোবর স্কটল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮ টায় মুখোমুখি হবে তারা।