পুনরায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চান আমির। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলার পর জাতীয় দল থেকে বাদ পড়ে আমির। এর পরই তিনি বিশ্বকাপ ক্রিকেট থেকে নিজেকে অবসর ঘোসনা করেন।
পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে বনিবনা না হওয়ায় দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসর নেন মোহাম্মদ আমির। এরপর তিনি বলেন, পাকিস্তান দলের কোচিং স্টাফে পরিবর্তন এলে আমার খেলতে কোনো সমস্যা নেই।
চলতি সপ্তাহে বিশ্বকাপ টি-টোয়েন্টি দল ঘোষনা করার পরই পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেন। এতে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলার আগ্রহ প্রকাশ করে মোহাম্মদ আমির। তিনি আরও বলেন আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত আছি।
পাকিস্তানের এই তারকা পেসার ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে আর ৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৫৯টি উইকেট শিকার করেছেন।