বল পাস দেবে না মেসিকে বললেন আর্জেটাইন সেরা গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। এবার বিশ্বকাপ বাছাই পর্বের মিশন শুরু করেছে আর্জেটিনা ভেনিজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জয় দিয়ে।
এবার বিশ্বকাপ বাছাই এ দারুন ছন্দে রয়েছে আর্জেটিনা । তবে শুক্রবারের ওই ম্যাচে ছন্দে ছিলেন না আর্জেটাইন সরা খেলোয়াড় লিওনেল মেসি। তাকে পুরোটা ম্যাচেই প্রায় নিস্প্রভ দেখা গেছে। আর এদিকে রবিবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হতে চলেছে এই দল। এই ম্যাচেও কি নিস্প্রভ থাকবে মেসি এটাই তাদের প্রশ্ন। তাই এ প্রসঙ্গে আর্জেটাইন সেরা গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ বলেন আজকের এই হাইভোল্টেজ ম্যাচে মেসিকে বল পাস দেবেন না তারা।তার মতে, আর্জেন্টিনার এখন উচিত মেসির ওপর নির্ভর করে জয় পাওয়া পরিকল্পনা না করে। বরং মেসির জন্য খেলে জয় ছিনিয়ে আনা। তাই মেসিকে বল পাস দিয়ে নির্ভার হতে চায় না আর্জেন্টিনা। উল্টো মেসিকে নির্ভার রাখার কথাই ভাবছে আর্জেন্টিনা।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন বার্তা ভিন্ন কিছু নয়, বিষয়টি হলো নাম্বার টেনকে (মেসি) বল দেওয়া যাবে না। নাম্বার টেনের জন্য কাজ করতে হবে। প্রয়োজন পড়লে ম্যাচ প্রতি ১২ কিমি দৌড়াব আমরা। কিন্তু আমরা শুধু তার কাছে বল ছেড়ে দিয়ে এটা আশা করতে পারি না যে সে সব ঠিক করে দেবে। এই ব্যবস্থায় তার জন্য নিজের জীবন দিয়ে দিতে হবে। যারা খেলছেন, তারা সবাই এটা বোঝে। আমি মেসির জন্য অনেক খুশি। তিনি দুর্দান্ত একজন অধিনায়ক ও খেলোয়াড়, কিন্তু তার ব্যবহার যেন আমাদের সাধারণের মতোই। ম্যাচের আগে তিনি আমাদের প্রতিপক্ষের দুর্বলতা ব্যবহারের বিষয়ে পরামর্শ দেন এবং কী করতে হবে তা বলে দেন। এর পর তিনি সবাইকে নিয়ে প্রাণোচ্ছ্বলভাবে জাতীয় সংগীত গান।’
রোববারের ম্যাচ নিয়ে মার্টিনেজ আরও বলেন, আবারও তাদের বিপক্ষে খেলা নিশ্চয়ই দারুণ হবে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো— বাছাইপর্বের গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করা, যাতে বিশ্বকাপে অংশগ্রহণের টিকিট পাওয়া যায়।’