দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

করোনায় TEST খেলবেন না মোস্তাফিজ

করোনায় TEST খেলবেন না মোস্তাফিজ

সিবির ঘোসিত চুক্তিতে ওয়ানডে ও টি-টোয়েনটিতে নাম আছেন বাহাতি পেশার মোস্তাফিজার রহমান। টেষ্টের চুক্তিতে তার নাম নেই। কারণ সে এই কোয়ারান্টাইন এর সময় টেষ্ট খেলতে চান না। এ প্রসঙ্গে কাটার মাষ্টার মোস্তাফিজার রহমান বলেছেন স যত দিন এই কোয়ারেন্টিন বা জৈব সুরক্ষাবলয় আছে, টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন হবে। তাই এখন সে টেস্ট খেলতে চাচ্ছে না।’

যেহেতু মোস্তাফিজর রহমান টি-টোয়েরটি ও ওয়াডে এর একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাই বিসিবি তাকে ইতিবাচকভাবে নিয়েছি। ক্রিকেটারদের সাদা বল ও লাল বল এর উপর ভিত্তি করে পার্থক্য করা হয়। এবার ক্রিকেটারদের নতুর চুক্তির তালিকায় রয়েছে তিনটি শ্রেণি ,টেষ্ট, ওয়ানডে, টি-টোয়েনটি । এই তিন শ্রেণির চুক্তির তালিকায় রয়েছে ২৪ খেলোয়াড়। 

বিসিবির চুক্তিতে কোন ক্রিকেটারের বেতন কত তা যানা যায়নি। তবে টেষ্ট ক্রিকেটারের পারিশ্রমিক সবথেকে বেশি । ক্রিকেটারদের সব সংস্কারণে খেলতে উদ্বুদ্ধ করতে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে। আকরাম খানের কথা, ‘এবার আমরা পার্থক্য রেখেছি পারফরম্যান্সের জন্য। যেন খেলোয়াড়দের ভেতর অনুপ্রেরণা কাজ করে। টি-টোয়েন্টি থেকে ওরা যদি টেস্টে যায়, তাহলে পারিশ্রমিক অনেক বেশি। কেউ যদি ওয়ানডেতে যায়, তখনো বেশি। এই পার্থক্যটা আমরা জেনে-বুঝেই করেছি যেন খেলোয়াড়রা পারফর্ম করে অন্য সংস্করণে চলে আসে।’