বাংলাদেশের জাতীয় ওপেনার তামিম ইকবাল টি–টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল থেকে নিজেকে সরিয়ে নিলেন । ফেসবুক ভিডিও বার্তায় আজকে তামিম ইকাবাল এই ঘোষনা দিয়েছেন।
এ ব্যাপারে ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, সে আমাকে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছে। একটু পরে আমরা তিন নির্বাচক বসব এটি নিয়ে। ‘তামিম ফোনের মাধ্যমে জানিয়েছে তার পরেও তামিমের সঙ্গেও কথা বলব। এরপর আমরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব।’
তামিম ইকাবাল জানিয়েছে আজকে আমি ফোন করে পাপন ভাই ও নান্নু ভাইকে জানিয়েছি আমার মনে হয়না আমাকে টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা উচিৎ। এর পর পিছনে দুই-তিনটি কারণ রয়েছে। আমি অনেক দিন থেকে খেলতেছিনা এইটাই বড় কারণ সাথেই আমি ইনজুরি। তবে বিশ্বকাপের আগেই আমি হয়তো ঠিক হয়ে যাবো তবে যারা আমার পজিশনে খেলছে তারা অনেক ভাল করছে এবং আশা করি ভাল ফলাফল করতে পারবে। আমাকে এই বিশ্ব কাপে দেখবেন না, আমার এই বিশ্বকাপে খেলা হবে না।
বিস্তারিত আসতেছে…..