দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় পেয়ে যা বললেন অজি অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে প্রথম জয় পেয়ে যা বললেন অজি অধিনায়ক

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে বাংলাদেশের বিপক্ষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। তবে জয় পেতে যথেষ্ট ঘাম ঝড়াতে হয়েছে তাদের। বাংলাদেশের বেঁধে দেওয়া ১০৫ রানের টার্গেট পার হতে ৭ উইকেট খোয়াতে হয়েছে অজিদের। শেষ পর্যন্ত তিন উইকেটের ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। অস্ট্রেলিয়ার এ জয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাই মূলত দায়ী। পরে বোলিংয়ে এক ওভারে ৫ ছক্কা দিয়ে অস্ট্রেলিয়ার জয়কে সহজ করে দেন সাকিব আল হাসান। অবশেষে লম্বা দীর্ঘশ্বাসটা ছেড়ে মুখে হাসি আনতে পারেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথিউ ওয়েড।

 

ম্যাচ শেষে সে কথাই জানালেন। বললেন, ‘গত তিন ম্যাচে আমরা ঘাম ঝরা শ্রম দিয়েছি। কিন্তু ফলাফল আমাদের পক্ষে যায়নি। তবে আজকের পরিশ্রম কাজে দিয়েছে। ড্যান ক্রিশ্চিয়ান যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতেই জয়-পরাজয়ের পার্থক্যটা গড়েছে। জয়ে ফিরতে আমাদের টপঅর্ডারের ব্যাটসম্যানদের রান দরকার ছিল, যা ম্যাচভাগ্য বদলাতে পারে। আগের তিন ম্যাচ পরাজয়ের পর ম্যানেজমেন্ট আর স্টাফরা মিলে আলোচনা করেছি। এর থেকে উত্তোরণে উপায় খুঁজেছি। আমরা পিচ থেকে রান খুঁজছিলাম। ’

ম্যাথিউ ওয়েড আরো বলেন, ‘ব্যাটসম্যানদের রানে ফেরাটা খুবই কষ্টকর এখানে। তাই পরিকল্পনা অনুযায়ী, আজ আমরা ড্যানকে প্রথমে পাঠিয়েছি। তবে এটা খুবই আশার খবর হতো যদি খেলোয়াড়রা রান পেত। আমিও খুশি হতাম। কিন্তু সেভাবে রান পাইনি আমরা। তবে বিষয়টা এমন নয় যে, আমরা বাজে ব্যাটিং করেছি।

তবে এই উইকেটে রান পেতে আরো একটি সুযোগ আমাদের হাতে আছে। অর্থাৎ পরবর্তী ম্যাচে আমি ব্যক্তিগতভাবে ও গোটা দলের ব্যাটসম্যানরা রান করার চেষ্টা করব। আমরা দ্রুত ৩০-৪০ রান তোলার চেষ্টা করব। আসলে এই সিরিজে ছড়ি ঘুরাচ্ছে বোলাররা। পরবর্তী ম্যাচে আমরা তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজাব।’