দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

২৪ বছরের স্বপ্ন ধূলিসাৎ করে দিল বৃষ্টি, দক্ষিণ আফ্রিকার

২৪ বছরের স্বপ্ন ধূলিসাৎ করে দিল বৃষ্টি, দক্ষিণ আফ্রিকার

স্বপ্ন ধূলিসাৎ করে দিল বৃষ্টি। দক্ষিণ আফ্রিকা সবশেষ ১৯৯৮ সালে ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ জিতেছিল।দীর্ঘ ২৪ বছরে ইংল্যান্ডের মাটিতে আর কোনো সিরিজ জিতেনি দক্ষিণ আফ্রিকা।

রোববার ১-১ সমতায় সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচটি জিতলে তারা ২৪ বছরের পর ইংল্যান্ডের মাটিতে জয়ের স্বাদ পেত।

সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দারুণ ব্যাটিং করছিল আফ্রিকার দেশটি।  ইংলিশ বোলারদের তুলোধোনা বরে ৭৬ বলে ৯২ রানে অপরাজিত ছিলেন প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি কক।

কিন্তু জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল দ. আফ্রিকার। কারণ বৃষ্টি বাগড়ায় জয় তো দূরের কথা নিজেদের ইনিংসই শেষ করতে পারেনি তারা। প্রকৃতির কাছে হার মেনে ম্যাচটি শেষ হয়ে গেছে অমীমাংসিত অবস্থায়। ফলে ১-১ ব্যবধানে ড্র হয়েছে সিরিজ।শিরোপা ভাগাভাগি করেছে দুই দল।

হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ২৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সফরকারী দ. আফ্রিকা।

জানেমান মালান ১১ ও রসি ফন ডার ডুসেন ২৬ রান করে আউট হন।  ৯২ রানে অপরাজিত ছিলেন কুইন্টন ডি কক। এইডেন মারক্রাম করেন ২৪ রান।

এরপর বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।