দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

অলআউট বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের ঝড়ো ব্যাটিং

অলআউট বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের ঝড়ো ব্যাটিং

বাংলাদেশকে অল আউট করে ঝড়ো ব্যাটিং শুরু করলেন ওয়েস্ট ইন্ডিজ।

শুরুতে সফরকারীরা ভালো করলেও শেষদিকে নাজেহাল হয়ে ফের শুরু হয় ব্যাটিংধ্বস।

মাত্র ৩৩ রানের ব্যবধানে এনামুল, নাজমুল হোসেন, সাকিব আল হাসান ও নুরুল হাসানের উইকেট হারিয়ে পুরনো রূপ ধারণ করে।

তবে এবার ১০০ রানের মধ্যে গুটিয়ে যাননি সফরকারীরা। ওপেনার তামিম ইকবালের ৪৬ ও লিটন দাসের ৭০ বলে ৫৩ রানের ফলে এবার বাংলাদেশ ২৩৪ রান করেছে। তিনটি করে উইকেট পেয়েছেন আলজারি জোসেফ ও জেডান সিলস।  দুটি করে উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন ফিলিক ও কাইল মায়ার্স।

বাংলাদেশ ইনিংসে সেন্ট লুসিয়ার মাঠকে বোলিংবান্ধব দেখা গেলেও ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে পাল্টে গেল দৃশ্যপট।  এক মুহূর্তে ব্যাটিং ধ্বস নেমে আসল । যে উইকেটে ধুঁকতে দেখা গেছে বাংলাদেশি ব্যাটারদের, সেই উইকেটেই ভয়ডরহীন ব্যাটিং করছেন ক্যারিবীয় দুই ওপেনার।

ব্যাট হাতে নেমেই মারকুটে চেহারায় হাজির হয়েছেন ক্যাবিরীয় দুই ওপেনার। প্রথম দিন শেষে ১৬ ওভারেই বিনা উইকেটে ৬৭ রান তুলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ, রানরেট ৪.১৮। এই ১৬ ওভারেই পাঁচজন বোলার ব্যবহার করেন অধিনায়ক সাকিব আল হাসান।  তাতে কোনো লাভ হয়নি।

ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বাংলাদেশি ৩ পেসারকেই দারুণ সামলেছেন। ৫৫ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।  ওপর ওপেনার জন ক্যাম্পবেল ৪১ বলে অপরাজিত আছেন ৩২ রানে।