অভিষেক ম্যাচে উইকেট নিয়ে পুষ্পা নাচ দেখিয়ে শুরু করলেন পাকিস্তানি বাহাতি পেশার আমির খান।
এ বছরের শুরুতে ক্রিকেট যেন পুষ্পা নাচের মঞ্চ হয়ে উঠেছিল। উইকেট পেলে বা ক্যাচ ধরলেই ক্রিকেটাররা একটা নাচের মুদ্রা দেখাতেন। তেলেগু চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’–এর একটি গান খুব জনপ্রিয়তা পেয়েছিল। ‘শ্রিভাল্লি’ গানে আল্লু অর্জুনের নাচে মজেছিলেন সবাই। ডেভিড ওয়ার্নার টিকটকে সেটা নেচে দেখিয়েছেন। বিপিএলে তো এতবার দেখা গেছে যে রসিকজনেরা মজা করে বিপিএলকে ‘বাংলাদেশ পুষ্পা লিগ’ বলে ডাকছিলেন। আল্লু অর্জুনের সেই নাচ এখনো ইউটিউব মাতাচ্ছে। তবে ক্রিকেট মাঠ গত কিছুদিনে ভুলে গিয়েছিল শ্রিভাল্লির কথা। সেটা আবার ফিরিয়ে এনেছেন মোহাম্মদ আমির।
পাকিস্তানি বাঁহাতি পেসার এখন ব্যস্ত টি-টোয়েন্টি ব্লাস্ট নিয়ে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে অভিষেকে উইকেট পাওয়ার আনন্দে ‘পুষ্পানাচ’ ফিরিয়ে এনেছেন আমির। পাকিস্তানি পেসার নাসিম শাহর বদলি হিসেবে গ্লস্টারশায়ারে খেলছেন আমির। ১৭ জুন সমারসেটের বিপক্ষে অভিষেকে। সেদিন দুর্দান্ত বোলিং করেছেন আমির। এক ওভার মেডেন দিয়েছেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
নিজের সেরা রূপ দেখাতে আমিরের মাত্র তিন বল দরকার হয়েছে। অফ স্টাম্পের বাইরে করা তাঁর বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন উইল স্মিড। গ্লস্টারশায়ারের সতীর্থরা যখন উদ্যাপন করতে এগিয়ে আসছেন, তখনই আমির ‘পুষ্পা’র মুদ্রা দেখিয়েছেন। মুদ্রাটা কেমন আরেকবার মনে করিয়ে দেওয়া যাক, থুতনির নিচে হাতের তালুর উল্টো পাশ স্পর্শ করে কাঁধ ঝাঁকানো। কাউন্টি দলটি সে মুহূর্তের ভিডিও টুইটারে শেয়ার করেছে।
ম্যাচের ১৮তম ওভারে নিজের দ্বিতীয় উইকেট পেয়েছেন আমির। তাঁর এমন বোলিংয়ের পরও সমারসেট ১৮৪ রান তুলেছে। জবাবে ১৭৭ রানে আটকে যায় গ্লস্টারশায়ার। পরদিন গ্ল্যামারগনের বিপক্ষে ম্যাচটি মাঠে না গড়ানোয় তাই এখন পর্যন্ত টি-টোয়েন্টি ব্লাস্টে জয়ের দেখা পাননি আমির।
টি-টোয়েন্টি ব্লাস্ট দিয়ে বহুদিন পর ক্রিকেট ফিরলেন আমির। ২০২০ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতের পার্থক্যকে নিজের অবসরের কারণ বলে জানিয়েছিলেন আমির।