দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

ইতালির জালে জার্মানির ৫ গোল

ইতালির জালে জার্মানির ৫ গোল

ইতালির বিপক্ষে জার্মানির বড় জয়। গতকাল বরুসিয়া পার্কে ইতালির বিপক্ষে মাঠে নেমে ৫-২ গোলে হারায় জার্মানি। 

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নেই ইতালি। কদিন আগেই ‘লা ফিনালিসিমা’য় আর্জেন্টিনার কাছে তিন গোল হজম করতে হয়। এরপর উয়েফা নেশনস লিগে চার ম্যাচ খেলে ইতালির জয় মাত্র একটি। দুটিতে ড্র করলেও আজ রাতের হারটি যেন মানচিনির বিধ্বস্ত মুখেরই প্রতিচ্ছবি। পুরোনো প্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছে ইতালি।

এর আগে আর্জেন্টিনার কাছে হারার পর ইতালি দলকে নতুন করে সাজানোর কথা বলছিল মানচিনি। কিন্তু এর পরও কোনো কাজ হয়নি।

জশুয়া কিমিখ ও ইকাই গুন্দোগানের গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল জার্মানি। বিরতির পর টমাস মুলার গোল করেন জার্মানির হয়ে। টিমো ভের্নার করেছেন জোড়া গোল। ইতালির হয়ে গোল দুটি বাস্তোনি ও গনোন্তোর।

নেশনস লিগে চার ম্যাচে এটাই প্রথম জয় জার্মানির। ৬ পয়েন্ট নিয়ে ‘এ৩’ গ্রুপের দুইয়ে হান্সি ফ্লিকের দল। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে হাঙ্গেরি ও ৫ পয়েন্ট নিয়ে তিনে ইতালি। ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে। অন্য ম্যাচে হাঙ্গেরির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় গ্যারেথ সাউথগেটের দল।