গতকাল এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নেমে ৫-০ তে হারিয়েছে আর্জেন্টিনা। এ পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। মেসির এই বিধ্বংসী পারফরম্যান্সের রাতে দারুণ খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
শক্তিশালী সুইজারল্যান্ডকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। রোনাল্ডোর করেছেন ২ টি গোল। রোনাল্ডো ছাড়া বাকি দুটি গোল করেন উইলিয়াম কারবাইয়ো ও হোয়াও ক্যানসেলো।
আজ মেসি ও রোনালদোর মতো কি জ্বলে উঠতে পারবেন নেইমার?
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ২০ মিনিটে টোকিওতে প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। যে জাপানের বিপক্ষে ৪ ম্যাচে নেইমার গোল করেছেন ৮টি! আন্তর্জাতিক ফুটবলে আর কোনো দলের বিপক্ষে এত গোল নেই পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। আজ অবশ্য জাপানেও একেবারে সহজ পরীক্ষা হবে না, নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে দলটা। চার দিন আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুই গোল করা নেইমার আজ জাপানের বিপক্ষে গোল করতে পারবেন? কত গোল? আজ সেটা দেখার পালা।