দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

মেসির জাদুতে ‘এক সেকেন্ডে‘ পাল্টে যাবে খেলা

মেসির জাদুতে ‘এক সেকেন্ডে‘ পাল্টে যাবে খেলা

আজ রাতে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে লড়াইয়ে মাঠে নামবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি এবং কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা। পিএসজির হয়ে এ মৌসুমে তেমন ভালো খেলতে পারেননি লিওনেল মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে মাত্র ১১ গোল। আর্জেন্টাইন তারকার নামের পাশে সংখ্যাটা কি মানানসই? অবশ্যই না।

বিশ্বসেরা লিওনেল মেসির এ বছরটা তেমন ভালো না কাটলেও আজকের ম্যাচে ভালো করার চেষ্টায় আছেন তিনি।সাতবারের বর্ষসেরা ফুটবলারকে এখনো ‘বিশ্বসেরা’ বলেই মনে করেন ইতালি কোচ, তিনি বলেন ‘আমার মতে, সে সম্ভবত বিশ্বসেরা। ইতালিতে আমরা ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে কাটিয়েছি অনেক বছর। মেসি তার মতোই। সে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।’

তিনি আরো বলেন, এ মৌসুমে মেসি অনেক গোল করতে পারেনি। এর কারণ সম্ভবত ক্লাব ও বসবাসের জায়গা পাল্টানো। তার আরও সময় প্রয়োজন। কিন্তু আমার মতে, সে-ই বিশ্বসেরা। কাল (আজ রাতে) আমাদের মনোযোগী হতে হবে। কারণ, সে (মেসি) এক সেকেন্ডের মধ্যে খেলা পাল্টে দিতে পারে।’

মানচিনি আরো বলেন মেসি অবশ্যই বিশ্বসেরা খেলোয়াড়। আমরা তাকে এবং তার দলকে আটকানোর চেষ্টা করবো।