গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
সমাজসেবা অধিদপ্তর
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
www.dss.gov.bd
নম্বর: ৪১.০১.০০০০.০০০.১৮.০০১.২১.৭১ তারিখ: ০৮-১২-২০২১ খ্রি.
অফিস আদেশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে, সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী (ইউনিয়ন) পদের নিয়ােগ পরীক্ষা আগামী ২৪-১২-২০২১ তারিখে (সম্ভাব্য) অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সে প্রেক্ষিতে সমাজকর্মী (ইউনিয়ন) পদের নিয়ােগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে আয়ােজনের স্বার্থে আগামী ০৯-১২-২০২১ তারিখ হতে ২৫-১২-২০২১ তারিখ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর, সদর কার্যালয়সহ সমাজসেবা অধিদপ্তরাধীন কর্মরত কর্মকর্তাগণের সকল ধরণের ছুটি বাতিল করা হলাে।
শেখ রফিকুল ইসলাম)
মহাপরিচালক। সমাজসেবা অধিদপ্তর, ঢাকা।
ফোনঃ ০২-৫৫০০৭০২৪ ই-
মেইল: dg@dss.gov.bd
বিতরণ (জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়):
১. পরিচালক (প্রশাসন ও অর্থ)/প্রতিষ্ঠান/কার্যক্রম/সামাজিক নিরাপত্তা, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা।
২. অতিরিক্ত পরিচালক (সকল) …….
৩. অধ্যক্ষ, জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র, মিরপুর-১৪, ঢাকা।
৪. অধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকা।
৫. উপপরিচালক (গবেষণা, মূল্যায়ন, প্রকাশনা ও জনসংযােগ), সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা
| (তাঁকে পত্রটি সমাজসেবা অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশের অনুরােধ করা হলাে)।
৬. উপপরিচালক (সকল) ………..
৭. সহকারী পরিচালক (সকল) .পায়চাণক (সকল) ………………..
৮. সমাজসেবা অফিসার (সকল) ……………….
৯. প্রশাসনিক কর্মকর্তা/সমাজসেবা অফিসার (২য় শ্রেণি)/সহকারী সমাজসেবা অফিসার/সমমানের কর্মকর্তা (সকল)
১০.দপ্তর কপি।