কাজী ফার্মস এর ১১ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাজী ফার্মস এর নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সাইট সুপারভাইজার। এই সাইট সুপারভাইজার পদের সংখ্যা নির্ধারিত নয়। কাজী ফার্মস এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ ইলেকট্রিশিয়ান/ টেকনিশিয়ান ,পদের সংখ্যা নির্ধারিত নয়। কাজী ফার্মস এর নিয়োগের আবেদন ডাকযোগে/কোরিয়ারে অথবা ইমেইলের মাধ্যমে আগামী ২ অক্টোবর ২০২১ এর মধ্যে করতে পারবেন ।
কাজী ফার্মস বাংলাদেশের অতি পরিচিত কৃষিশিল্প ভিক্তিক বেসরকারি প্রতিষ্ঠান। কাজী ফার্মস এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে, সকল নিয়োগ প্রতিষ্ঠান নিজের তত্ত্বাবধানে পরিচালিত করে থাকে। কাজী ফার্মস এর নিয়োগে আবেদন সংক্রান্ত কোন সমস্যা হলে আপনি কাজী ফার্মস অফিসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।
কেন আবেদন করবেন?
বাংলাদেশে যত বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে কাজী ফার্মস এর নিয়োগ বিজ্ঞপ্তি তাদের মধ্যে একটা। বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ায় আপনি কাজী ফার্মস এর নিয়োগের আবেদন করতে পারেন। নিয়োগ প্রক্রিয়া দুই/তিন ধাপে পরিচালিত হয় এই জন্য সহজেই চাকরির সম্ভাবনা থাকে কাজী ফার্মস প্রতিষ্ঠানে । সাথেই বাংলাদেশে সরকারি চাকরির বাজার প্রতিনিয়ত প্রতিযোগিতাশীল হওয়ায় আপনি বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস এর নিয়োগটি হাতছাড়া করা কোন ভাবেই উচিৎ হবে না।
কৃষিপণ্য ভিক্তিক বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস এর নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম
১. শেড় ওয়ার্কার (ফার্ম ও হ্যাচারী)
কাজী ফার্মস এর ব্যক্তিগত শেড় ওয়ার্কার (ফার্ম ও হ্যাচারী) পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৮ম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । শেড় ওয়ার্কার (ফার্ম ও হ্যাচারী) এর বেতন আলোচনা সাপেক্ষে।
২। নিরাপত্তা প্রহরী
কাজী ফার্মস এর ব্যক্তিগত নিরাপত্তা প্রহরী
পদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ৮ম শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে । শেড় ওয়ার্কার (ফার্ম ও হ্যাচারী) এর বেতন আলোচনা সাপেক্ষে।
নিচের পদগুলোর শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল বিজ্ঞপ্তিতে দেখুন:
৩। কুক(বাবুর্চি)
৪। ইলেকট্রিশিয়ান/ টেকনিশিয়ান
৫। জুনিয়র ইলেকট্রিশিয়ান/জুনিয়র টেকনিশিয়ান/ জেনারেটর অপারেটর
৬। লন্ড্রী ম্যান/ওয়াশ ম্যান
৭। হেলপার (কুক, ট্রাক্টর, পে-লােডার)
৮। ট্রাক্টর ড্রাইভার।
৯। সাইট সুপারভাইজার।
১০। সুপারভাইজার (ফিশ হ্যাচারী)।
১১। টেকনিশিয়ান (ফিশ হ্যাচারী)।
আবেদন প্রক্রিয়াঃ
আবেদন করতে ইচ্ছুক পার্থী গণ আগামী ২ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে ডাকযোগে/কোরিয়ারে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন ।
নিম্নলিখিত ঠিকানায় অথবা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে।
* রংপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, বাড়ি নং-২৯, ডানকান ভবন, সিও বাজার, রংপুর-৫৪০১।
* বগুড়া সেলস অফিস, কাজী ফার্মস, আজিজ প্যালেস-২(২য় তলা), প্রধান সড়ক, উপশহর, নিশিন্দারা, বগুড়া।
* দিনাজপুর সিবিএফ শাখা, কাজী ফার্মস, পুর্ব সাদিপুর, দশমাইল, ৫নং সুন্দরপুর, কাহারােল, দিনাজপুর।
* সিলেট আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, আব্দুল হাই মঞ্জিল, শ্রীমঙ্গল রােড, জগন্নাথপুর, সদর, মৌলভীবাজার।
* গাজীপুর আঞ্চলিক কার্যালয়, কাজী ফার্মস, রিয়াজ উদ্দিন সরকারের বাড়ি, ফরিদপুর(নয়নপুর বাজার), মাওনা, শ্রীপুর, গাজীপুর।
* বাটিকামারী হ্যাচারী, কাজী ফার্মস, বাটিকামারী, নারায়ণপুর, চৌগাছা, যশাের।
** ই-মেইল: recruitment@kazifarms.com
* স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের আবেদন করার প্রয়ােজন নেই।
* প্রার্থীদের নিজ জেলার নিকটবর্তী কার্যালয়ে আবেদন করার জন্য অনুরােধ করা যাচ্ছে।
* ডাকযােগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইল এ আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইন এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির ছবিঃ
পরীক্ষা সিস্টেমঃ সাধারণত কাজী ফার্মস এর চাকরির নিয়োগ পরীক্ষা গুলো প্রথমে বাছাই পরীক্ষা হয়ে থাকে । তারপরে কাজী ফার্মস এর চাকরির লিখিত পরীক্ষা অথবা ভাইভা পরীক্ষা হয়ে থাকে।
পরীক্ষার সময়সূচী ও এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।