দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ

মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি

দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৮.০২.২০২১ খ্রি. তারিখের ৪৬.২০৭.০০০.০৩. ০১.২৯৭.২০১১-১০৪ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় তাং শগ্রহণকারীদের মধ্য হতে নিমােক্ত রোল নম্বরধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। মৌখিক পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে : 

পদের নাম : 

লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার 

লেজার কিপার

রেন্ট এ্যাসিসটেন্ট 

রেভিনিউ সুপারভাইজার

নোটিশের ছবিঃ 

নিবর্ণিত শর্তাবলী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে : 

(১) করােনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে; 

(২) মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে; 

সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদ এর মূল কপি প্রদর্শন করতে হবে। 

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের একসেট ফটোকপি এবং Onlinc- এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি দাখিল করতে হবে; 

সরকারি/আধাসরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে; 

পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট পূর্বে যথাস্থানে উপস্থিত থাকতে হবে; পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রধান রাজস্ব কর্মকর্তা, ঢাসিক। মেয়রের একান্ত সচিব, ঢাসিক (মাননীয় মেয়রের সদয় অবগতির জন্য)। প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার, ঢাসিক (প্রধান নির্বাহী কর্মকর্তা মহােদয়ের সদয় অবগতির জন্য)। সিস্টেম এনালিস্ট, ঢাদসিক (এ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা গ্রহণের অনুরােধসহ (বিষয়টি জরুরি)। জনসংযােগ কর্মকর্তা, ঢাদসিক (এ বিজ্ঞপ্তিটি 

(১) দৈনিক সমকাল, 

(২) দৈনিক যুগান্তর ও 

(৩) The Daily Star পত্রিকায় প্রকাশের ব্যবস্থা গ্রহণের অনুরােধসহ (বিষয়টি জরুরি)। জনাব মাে. আল-রাজ্জাকুজ্জামান, ডেপুটি জেনারেল ম্যানজোর, মার্কেটিং ভ্যাস, টেলিটক বাংলাদেশ লিমিটেড, রাজউক ভবন (১০ম তলা) গুলশান-১, ঢাকা [ এ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে (http://dscc.teletalk.com.bd) প্রকাশের ব্যবস্থা গ্রহণ। এবং পরীক্ষার সময়সূচি পরীক্ষার্থীদের স্ব-স্ব মােবাইল ফোনে এসএমএস মাধ্যম জানানাের অনুরোধসহ) (বিষয়টি জরুরি। সহকারী সচিব, সাধারণ প্রশাসন শাখা, ঢাদসিক (তিনি এ বিজ্ঞপ্তিটি নগর ভবন নােটিশ বাের্ডে সাটানাের ব্যবস্থা গ্রহণ করবেন)। জনাব সাগতম কুমার সাহা, এক্সিকিউটিভ, মার্কেটিং এন্ড ভ্যাস, টেলিটক বাংলাদেশ লিমিটেড, ঢাকা। সচিবের ব্যক্তিগত সহকারী, ঢাসিক (সচিব মহােদয়ের সদয় অবগতির জন্য)। অফিস কপি (নথি নম্বর-৪৬.২০৭.০০০.০৩.০১.২৯৭.২০২১, 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফলাফল সহ যে কোন চাকরির তথ্য পেতে এবং এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন