দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

১০৭ পদে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১০৭ পদে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সম্পূর্ণ অস্থায়ীভাবে রাজস্ব খাতের ৩০ টি পদে মোট ১০৭  জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২৬-১২-২০২২ থেকে । আবেদন করা যাবে ২৫-০১-২০২৩ পর্যন্ত।

পদের নাম  পদসংখ্যা   

১। গ্রন্থাগারিক-০১

২। গবেষণা কর্মকর্তা-০১

৩। মূল্যায়ন অফিসার-০১

৪। পরিসংখ্যান সহকারী-০৩

৫। কম্পিউটার অপারেটর-০১

৬। ডরমিটরী সুপারভাইজার-০২

৭। সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-১

৮। সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-০২

৯। চিত্রগ্রাহক (ফটোগ্রাফার)-০১

১০। নিম্নমান সহকারী-০৮

১১। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-০১

১২। টাইপিস্ট/কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৯

১৩। মুদ্রাক্ষরিক কাম নিম্নমান সহকারী-০১

১৪। টেলিফোন অপারেটর-০১

১৫। প্রকিউরেমেন্ট সহকারী-০১

১৬। গাড়ীচালক-০৩

১৭। ক্যাফেটেরিয়া ওয়েটার/ ক্যাফেটেরিয়া কুক/ওয়েটার-০২

১৮। অফিস সহায়ক-৩৮

১৯। মালী-০১

২০। নিরাপত্তা প্রহরী-০৭

২১। বার্তাবাহক-০২

২২। কক্ষ বেয়ারার-০২

২৩। ক্লাশরুম এ্যাটেনডেন্ট-০৭

২৪। ডেসপ্যাচ রাইডার-০১

২৫। ফটোকপি অপারেটর-০২

২৬। ক্রীড়া পিয়ন-০১

২৭। ক্রীয়া ও কমনরুম সহকারী-০১

২৮। গ্যারেজ হেলপার-০১

২৯। সহকারী ইলেকট্রিশিয়ান-০১

৩০। পরিচ্ছন্নতাকর্মী-০৪

আবেদনেরযোগ্যতা 
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স  ২৫-০৩-২০২০  তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার  সন্তানদের   ক্ষেত্রে বয়স ৩২বছর  ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bpatc.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫-০১-২০২৩ তারিখ পর্যন্ত জমা দিতে  পারবেন ।

ঘরে বসেই সকল চাকরির আবেদন করুন Jobs Exam Alert এর মাধ্যমে

 

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

পরীক্ষা সিস্টেমঃ সাধারণত চাকরির নিয়োগ পরীক্ষা গুলো প্রথমে বাছাই পরীক্ষা হয়ে থাকে ।  তারপরে  চাকরির লিখিত পরীক্ষা অথবা ভাইভা পরীক্ষা হয়ে থাকে। ১০৭ পদে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ঠিক একই পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ।

পরীক্ষার সময়সূচী এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।