দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

বিমান বাহিনী সদর দপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বিমান বাহিনী সদর দপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বিমান বাহিনী সদর দপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বিমান বাহিনী সদর দপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

পদের নাম – লস্কর/ লস্কর এন্টি-ম্যালেরিয়া/ লস্কর এয়ারক্রাফট/ মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রীজার/ লস্কর স্পোর্টস মার্কার/ মেসওয়েটার/ লস্কর বার্ডশ্যুটার/ ওয়াচম্যান/ লঙ্কর ওয়ার্ড বয়/ ওয়াশার আপ/ আয়া/ লস্কর ফায়ার ফাইটার

সময়: ১ ঘন্টা পূর্ণমান – ৭০

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।

বাংলা অংশের সমাধানঃ

১। সন্ধি বিচ্ছেদ করুন:

সোনালি = সোনা + আলি

অতীত = অতি + ইত

লবণ = লো + অন

ইত্যাদি = ইতি + আদি

পরীক্ষা = পরি + ঈক্ষা

২। বিপরীত শব্দ লিখুন:

জয় = পরাজয়

উচু = নিচু

উত্তম = অধম

ঘরে = বাইরে

ভাল = মন্দ

৩।  ‍শুদ্ধ বানান লিখুন:

বুদ্ধিমতি = বুদ্ধিমতী

জণনি = জননী

সমিচিন = সমীচীন

অসাদাচরন = অসাধারণ

অভিনেত্রি = অভিনেত্রী

৪। বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি? ২টি স্বরবর্ণ এবং ২টি ব্যঞ্জনবর্ণ লিখুন।

উত্তরঃ বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি। ২টি স্বরবর্ণ অ, আ এবং ২টি ব্যঞ্জনবর্ণ  ক, খ  

 

ইংরেজি অংশের সমাধানঃ  

জব’স পাসওয়ার্ড এর Recent Job Solution 2022 (৭৫+ সেট প্রশ্নের ব্যাখ্যাসহ) বইটি পাওয়া যাচ্ছে ।

একজন চাকরির প্রার্থীর প্রয়োজন ২০২২ সালের সকল প্রশ্নের সমাধান দেখা। বাজারে একমাত্র জব’স পাসওয়ার্ড এর Recent Job Solution 2022 (৭৫+ সেট প্রশ্নের ব্যাখ্যাসহ) বইটি পাবেন ।

 বইটিতে যা যা থাকছেঃ

১। ২০২২ সালে অনুষ্ঠিত চাকরির নিয়োগ পরীক্ষার ৭৫+  সেট প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।

২।  ৭৫+ সেট প্রশ্নের মধ্যে ৪১ সেট  MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান এবং

৩। ৩৬ সেট লিখিত পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।

কেন বইটি পড়বেন?  

একজন চাকরীর প্রার্থী Recent Job Solution টাইপের বইগুলো সাধারণত প্রশ্নের ব্যাখ্যা এবং চাকরির পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ করার জন্য পড়ে থাকে। আমরা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। বইটি যেসব কারণে পড়বেনঃ  

১। বইটির প্রশ্নের সেট প্রতিষ্ঠান অনুযায়ী সাজানো হয়েছে।  

২। বইটিতে বিশ্লেষণ করা হয়েছে কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে।  

৩। আপনাদের বিশ্লেষণ সহজ করার জন্য আমরা প্রশ্নের সাথে বিগত কোন বছর থেকে এবং কোন প্রতিষ্ঠান থেকে প্রশ্ন এসেছে তা সংযুক্ত করা হয়েছে।      

৪। সহজ ও প্রাঞ্জল ভাষায় যতটুকু ব্যাখ্যা প্রয়োজন ততটুকু ব্যাখ্যা সংযুক্ত করা হয়েছে।

৫। লিখিত প্রশ্নের সকল অংশের (রচনা, পত্র, অনুবাদ, প্যারাগ্রাফ ইত্যাদি) সমাধান সংযুক্ত করা হয়েছে।  

৬। ২০২২ সালে অনুষ্ঠিত ব্যাংক, বিসিএস, অধিদপ্তর, মন্ত্রণালয়, বিভাগ, বোর্ডসহ বিভিন্ন  চাকরির নিয়োগ পরীক্ষার ৭৫+ সেট প্রশ্ন সংযুক্ত করা হয়েছে।  

অন্য বই থেকে বইটি কেন আলাদাঃ

বিগত সালের তথ্য সংযুক্তঃ পরীক্ষার প্রশ্ন বিগত কোন সালের পরীক্ষা থেকে এসেছে সেই তথ্যগুলো সংযুক্ত করা আছে।

অধ্যায় ভিত্তিক বিশ্লেষণঃ প্রতিটা পরীক্ষার প্রশ্ন  কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে তা  বিশ্লেষণ করা করা হয়েছে ।

বইটি প্রকাশঃ   ২০ আগস্ট ২০২২

বইটির মূল্যঃ ২৩০টাকা

অনলাইন অর্ডার এবং জেলাশহরের তালিকা পাবেন নিচেঃ

 

৫। ইংরেজিতে অনুবাদ করুন:

সে সাঁতার কাটতে জানে না = He does not know how to swim.

আকাশ নীল = The sky is blue.

সকাল হতে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning.

তুমি কি কর? = What do you do?

পাখিটি আকাশে উড়ে = The bird flies in the sky.

৬। শুন্যস্থান পুরুন করুন:

The cow is ___ useful animal. উত্তরঃ an

Karim is ___  honest man. উত্তরঃ an

He is ___ MA. উত্তরঃ an

Rahim is junior ___ me. উত্তরঃ to

Rafiq is good ___ English. উত্তরঃ at

৭। ইংরেজি শব্দগুলাের বাংলা অর্থ লিখুন:

Together = একত্রে

confidential = গোপনীয়

Children = ছেলেমেয়ে

Tooth = দাঁত

Punishment = শাস্তি

৮। বাংলা শব্দগুলাের ইংরেজি শব্দ লিখুনঃ

কবি = Poet

বাগান = Garden

পিতা-মাতা = Parents

ভাত = Rice

রাজধানী = Capital

 

গণিত অংশের সমাধানঃ  

৯। একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরাে ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতাে। ঘড়িটির ক্রয়মূল্য নির্ণয় করুন।

উত্তরঃ ঘড়িটির ক্রয়মূল্য৫০০০ টাকা

১০। ক)  তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং দুই অংকের বৃহত্তম সংখ্যার যােগফল কত?

উত্তরঃ ১৯৯    

খ) ৯৯৯ এবং ৬৬৬ এর মধ্যবর্তী সংখ্যা দুটির স্থানীয় মান কত?

উত্তরঃ ৯৯৯ এবং ৬৬৬ এর মধ্যবর্তী সংখ্যা দুটি ৯ আর ৬। তাহলে ৯৯৯ এবং ৬৬৬ সংখ্যাটিতে ৯ ও ৬ এর স্থানীয় মান দশক অর্থ্যাৎ ৯০ এবং ৬০        

গ) XIX এবং ০.১x০.১x০.১ এর মান কত?  উত্তরঃ XIX এর মান ১৯ এবং ০.১x০.১x০.১ এর মান ০.০০১      

ঘ) একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রী? ১০০ ডিগ্রী কোণকে কোন ধরণের কোন বলা হয়?

উত্তরঃ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° ডিগ্রী।  ১০০ ডিগ্রী কোণকে স্থূলকোণ বলে।  

ঙ) এক মাইল সমান কত কিলোমিটার? এক ইঞ্চি সমান কত সেন্টিমিটার?

উত্তরঃ ১ মাইল = ১.৬১ কিলোমিটার। এক ইঞ্চি সমান ২.৫৪ সেন্টিমিটার।

 

বাংলা অংশের সমাধানঃ

১১। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জনগ্রহণ করেন? উত্তরঃ ১৭ মার্চ ১৯২০

১২। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম লিখুন? উত্তরঃ বঙ্গভবন

১৩। বাংলাদেশের প্রতিরক্ষামন্ত্রীর নাম লিখুন। উত্তরঃ শেখ হাসিনা

১৪। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? উত্তরঃ ১১ টি সেক্টরে

১৫। হৈমন্তী ছােটগল্পের লেখকের নাম লিখুন? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

১৬। ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? উত্তরঃ স্কার্ভি

১৭। ছােট মাছে কোন ভিটামিন পাওয়া যায়। উত্তরঃ ভিটমিন এ

১৮। চীনের মুদ্রার নাম লিখুন। উত্তরঃ ইউয়ান

১৯। জাপানের রাজধানীর নাম লিখুন। উত্তরঃ টোকিও

২০। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লিখুন? উত্তরঃ তাজিংডং বা বিজয়

২১। বাংলাদেশে মােট কয়টি বিভাগ আছে? উত্তরঃ ৮টি

২২। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? উত্তরঃ পাবনা জেলায়

২৩। WHO এর পূর্ণরুপ লিখুন? উত্তরঃ World Health Organization

২৪। আগুনের পরশমনি চলচিত্রের পরিচালকের নাম লিখুন। উত্তরঃ হুমায়ূন আহমেদ

২৫। COVID.19 (করােনা ভাইরাস) প্রথম কোন দেশে শনাক্ত হয়? উত্তরঃ চীনে