দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিভাগের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ

বাংলা অংশের সমাধানঃ  

১। দৈনন্দিন জীবনে কম্পিউটার এর ব্যবহার বিষয়ে ৮টি বাক্য লিখ।

কম্পিউটারের ব্যবহার অসীম। বর্তমানে দৈনন্দিন জীবনে কম্পিউটার এর ব্যবহার হয়না এমন কোন ক্ষেত্র নাই বললেই চলে। নিম্নে বিভিন্ন ক্ষেত্রে দৈনন্দিন জীবনে কম্পিউটার এর ব্যবহার বিষয়ে ৮টি বাক্য দেওয়া হলো। 

১. শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অপরিসীম।

২. সংবাদ মাধ্যমে কম্পিউটারের ব্যবহার অনির্বায।

৩. চিকিৎসাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার অনেক বেড়েছে।

৪. ব্যাংকিং এ কম্পিউটার এর ব্যবহার ক্রমবর্ধমান।

৫. গবেষণার কাজে ও আবহাওয়ার পূর্বাভাসে কম্পিউটারের ব্যবহার সময়ের সাথে বেড়েই চলেছে।

৬. প্রকাশনায় কম্পিউটার এর ব্যবহার উল্লেখযোগ্য।

৭. চিত্তবিনোদনের ক্ষেত্রেও এর ব্যবহার হয়ে থাকে।

৮. অনলাইন ব্যবসা বাণিজ্য এবং ট্রাভেল ট্রান্সপোর্ট সংস্থায় কম্পিউটারের ব্যবহার অনেক বেশী।

২। এক কথায় প্রকাশ কর। 

ক) আকাশে চরে যে = খেচর 

খ) যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা

৩। সন্ধি বিচ্ছেদ কর । 

ক) উচ্ছ্বাস = উৎ + শ্বাস

খ) মনস্তাপ = মনঃ + তাপ 

৪। শুদ্ধ করে লিখ। 

ক) সারিরিক = শারীরিক  

খ) মৎস্যজিবি = মৎস্যজীবী

ইংরেজি অংশের সমাধানঃ   

৫। ইংরেজীতে অনুবাদ কর: 

ক) ফুলটি লাল। = The Flower is Red. 

খ) আমি গাছে উঠতে পারি না। = I don’t know how to climb the tree. 

গ) তিনদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। = It has been raining since three days. 

ঘ) বাংলাদেশ একটি স্বাধীন দেশ। = Bangladesh is an independent country. 

ঙ) আমার একটি কুকুর ছিল। = I had a dog. 

৬। Write a paragraph on ‘ Mobile Phone’.

A mobile phone is one kind of portable telephone. A great discovery of science. We get and send news, play game, time, calculator, etc. everything from the phone. Now the world is getting like a village which can be called a global village. As a result, we feel in touch with one another. But there present also some negative reviews. Some people use a mobile phone in the wrong way. They do the crime, and terrorism over the mobile phone. Radiation which comes out from a mobile phone during use is not good for health. Sometimes it causes cancer and abnormalities. A mobile phone is a valuable blessing for us. We should not make overuse it. Stay keep in blessing it is our responsibility to stop the negative impact. Proper care and awareness of begging are essential. Especially for children because their mind is very soft. And they are not able to find good or bad from the begging point. So, we have to take care of it.

গনিত অংশের সমাধানঃ   

৭। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

উত্তরঃ  ৯৬ মিটার

৮। রহিম সাহেবের বার্ষিক আয় ৫৭৬০ টাকা। তিনি ৩ মাসে যা খরচ করেন, ২ মাসে তা আয় করেন। বছর শেষে তিনি কত টাকা সঞ্চয় করেন?

উত্তরঃ ১৯২০ টাকা

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ   

৯। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? এটি কত সালে অনুমােদিত হয়?

উত্তরঃ সংবিধান এবং ১৯৭২ সালে অনুমোদিত হয়।    

১০। শেষের কবিতা কার লেখা? এটি কোন জাতীয় লেখা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস। 

১১। CPU এর পূর্ণ রুপ কি? এর ভিতরের যেকোন দুইটি হার্ডওয়ারের নাম লিখ।

উত্তরঃ Central Processing Unit। এর ভিতরে হার্ডওয়ারের নাম  ১। এরাথমেটিকাল লজিকাল ইউনিট (AlU) ২। কনট্রোল ইউনিট (CU) 

১২। হার্ডওয়ার ও সফট ওয়ার কাকে বলে? উদাহরণ দাও। | 

উত্তরঃ কম্পিউটারের বাহ্যিক অবকাঠামোগত যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। আর এই হার্ডওয়্যারকে পরিচালনার জন্য যেসব প্রোগ্রামের সমষ্টি ব্যবহার করা হয়ে থাকে তাই হলো সফটওয়্যার। হার্ডওয়ারের উদাহরণ- মনিটর কিবোর্ড, মাউস। সফটওয়ারের উদাহরণ- Google chrome, VLC media player, Photoshop, MS-office, Microsoft edge ইত্যাদি। 

১৩। মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল? আমাদের এই যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরঃ মুক্তিযুদ্ধের সেক্টর ১১ টি এবং সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।