দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

পূর্ণমাণ: ৪০     পদের নাম: অফিস সহায়ক         সময়: ১ ঘণ্টা

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ

বাংলা অংশের সমাধানঃ

১। বানান শুদ্ধ করে লিখুন:

দারিদ্রতা = দরিদ্রতা

ইতিপূর্বে = ইতঃপূর্বে

শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি

আমাবস্যা = অমাবস্যা

দোষণীয় = দূষণীয়

ব্যাতিত = ব্যতীত

 

২। এক কথায় প্রকাশ করুন:

(ক) যা অতি দীর্ঘ নয় = নাতিদীর্ঘ

(খ) উর্বর নয় যা = উষর

(গ) যার আকার কুৎসিত = কদাকার

(ঘ) যে রব শুনে এসছে = রবাহুত

(ঙ) অনেকের মধ্যে একজন = অন্যতম

(চ) পিতার পিতা = পিতামহ

 

৩। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ে ৮টি বাক্য লিখুন।

‘বাংলাদেশ’ নামটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫২ সাল থেকে শুরু করে ১৯৭১ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি ধাপে অগ্রণী ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ ই মার্চ (৩ রা চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ ‍লুৎফুর রহমান, মাতা সায়েরা খাতুন। শেখ মুজিব, তাঁর পিত-মাতার তৃতীয় সন্তান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইসলামিয়া কলেজ থেকে ১৯৪৪ সালে আই.এ এবং ১৯৪৭ সালে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। দেশভাগের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন। ১৯৪৪ সালে তিনি বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন। মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা বলে শেষ করা যাবে না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শহিদ হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও বাংলাদেশ চিরকাল এক ও অভিন্ন হয়েই থাকবে।

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৪। Write the Bengali meaning of the following words:

Sincerity = আন্তরিকতা

Independence =  স্বাধীনতা

Headache = মাথাব্যথা

Heir = উত্তরাধিকারী

Courageous = সাহসী

৫। Write the opposite meaning of the following words:

Dry = Moist

Long = short

Empty = full

Departure = arrival

Refuse = accept

৬। Write down the appropriate articles: ‍

(ক)  He bought —- umbrella. উত্তরঃ an  

(খ) I met —— European this morning. উত্তরঃ a

(গ) Kazi Nazrul Islam is — national poet of Bangladesh. উত্তরঃ the

(ঘ) He is — honest man. উত্তরঃ an

 

৭। Write four sentences in English on our “Liberation War”

The Bangladesh Liberation War, also known as the Bangladesh War of Independence, or simply the Liberation War in Bangladesh, was a revolution and armed conflict sparked by the rise of the Bengali nationalist and self-determination movement in erstwhile East Pakistan which resulted in the independence of Bangladesh. The war began when the Pakistani military junta based in West Pakistan under the orders of Yahya Khan launched Operation Searchlight against the people of East Pakistan on the night of 25 March 1971, initiating the Bangladesh genocide. The Pakistani army surrendered on December 16. Bangabandhu Sheikh Mujibur Rahman was released from jail and returned to a hero’s welcome, assuming leadership of the new Bangladesh government in January 1972. Our victory in the war of independence was a hard-earned one. We should not let this great achievement go in vain.

 

গণিত অংশের সমাধানঃ  

৮। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা নির্ণয় করুন।

উত্তরঃ ২৪ মিটার

৯। উৎপাদকে বিশ্লেষণ করুন 4x⁴ – 4xy + y² – z²

উত্তরঃ (2x² – y + z) (2x² – y – z)

১০। ১০৫০ টাকার ৮% কত টাকা?

উত্তরঃ ৮৪ টাকা

১১। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন কত ডিগ্রী?

উত্তরঃ ৬০⁰

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১২। সংক্ষেপে উত্তর দিনঃ

ক) SAFF এর পূর্ণরূপ কি? উত্তরঃ South Asian Football Federation

খ) পদ্মাসেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তরঃ ৬.১৫ কিলোমিটার

গ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্ধটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? উত্তরঃ সঞ্চিতা

ঘ) ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখকের নাম লিখুন। উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঙ) জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তরঃ ১৯৩

চ) বাংলাদেশের গণহত্যা দিবস কোনটি? উত্তরঃ ২৫ শে মার্চ  

ছ) বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকার সাভারে

জ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তরঃ ২ নং সেক্টর

ঝ) বাংলাদেশের  সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তরঃ তাজিংডং বা বিজয়

ঞ) কেন্দ্রীয় শহীদ মিনার কবে উদ্বোধন করা হয়? উত্তরঃ ১৯৬৩ সালের ২১শে ফেব্রুয়ারি