দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

আজ অনুষ্ঠিত মৎস্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

আজ অনুষ্ঠিত মৎস্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

আজ অনুষ্ঠিত মৎস্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

                                                                                                                         মৎস্য অধিদপ্তর

                                                                                  পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

সময়: ৯০ মিনিট                                                                      পরীক্ষার তারিখ: ০৮-০৪- ২০২২                                                          পূর্নমান: ১০০

 

বাংলা অংশ সমাধানঃ 

১। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন:

ক) অনুক্ষণ = ক্ষণ ক্ষণ = অব্যয়ীভাব সমাস 

খ) হাতাহাতি = হাতে হাতে যে যুদ্ধ (লড়াই) = ব্যতিহার বহুব্রীহি সমাস 

গ) স্কুল পালানো = স্কুল থেকে পালানো = পঞ্চমী তৎপুরুষ সমাস 

ঘ) স্মৃতিসৌধ = স্মৃতি রক্ষার্থে সৌধ = মধ্যপদলোপী কর্মধারয় সমাস   

ঙ) অনুতাপ = অনুতে যে তাপ  = প্রাদি সমাস অথবা পশ্চাৎ তাপ = অব্যয়ীভাব সমাস 

 

২। সন্ধি বিচ্ছেদ করুন:

ক) স্বচ্ছন্দ =  স্ব + ছন্দ 

খ) দিগনির্ণয় =  দিক + নির্ণয় 

গ) কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা

ঘ) কিন্তু =  কিম + তু 

ঙ) যজ্ঞ = যজ্ + ন 

 

৩। কারক ও বিভক্তি নির্ণয় করুন:

ক) ফুলে ফুলে ঘর ভরেছে = করণ কারকে ৭মী বিভক্তি 

খ) অন্নহীনে অন্ন দাও = সম্প্রদানে কারকে ৭মী বিভক্তি 

গ) অর্থ অনর্থ ঘটায় = কর্ম কারকে ৭মী বিভক্তি 

ঘ) নদীতে মাছ আছে = অধিকরণ কারকে ৭মী বিভক্তি  

ঙ) ঘোড়ায় গাড়ি টানে = কর্তা বা কর্তৃ কারকে ৭মী বিভক্তি  

 

৪। প্রত্যয়যোগে শব্দ গঠন করুন। 

ক) মানব = মনু + ষ্ণ = তদ্ধিত প্রত্যয় 

খ) গায়ক = √গৈ + ণক =  কৃৎ প্রত্যয়  

গ) শুনানি = √শুন + আনি = কৃৎ প্রত্যয় 

ঘ) জলীয় = জল + ঈয়  = তদ্ধিত প্রত্যয় 

ঙ) কান্ডারী = কাণ্ডার + ই = তদ্ধিত প্রত্যয় 

৫। বিপরীত শব্দ লিখুন। 

ক) আকুঞ্জন =  প্রসারণ

খ) সচেষ্ট = নিশ্চেষ্ট 

গ) সমষ্টি = ব্যষ্টি

ঘ) ভূত = ভবিষ্যৎ

ঙ) তেজী = মন্দা 

৬। “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মূল প্রতিপাদ্য এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বজ্রগর্ভ সে ভাষণে অবগাহন করে উঠেছিল জনতা। বাঙালির সে ভাষণ পরে ঐতিহাসিক মূল্যে হয়ে উঠছে বিশ্ব ঐতিহ্য। সেই ভাষণের শুরু ছিল এমনঃ আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলে জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে আর শেষ ছিল এমনঃ রক্ত যখন দিয়েছি, আরও রক্ত দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।  বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য এক ভাষণ এটি। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তরের ৭ মার্চ দেয়া ঐতিহাসিক ভাষণ পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামের বীজমন্ত্রে রূপ নেয়। এ ভাষণ শুধুমাত্র রাজনৈতিক দলিলই নয়, জাতির সাংস্কৃতিক পরিচয় বিধানের একটি সম্ভাবনাও তৈরি করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ২০১৭ সালের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেসকো। এ ছাড়া এ ভাষণটি পৃথিবীর অনেক ভাষায় অনূদিত হয়েছে।

ইংরেজি অংশ সমাধানঃ 

৭। Fill in the blanks with the following clues:

 rights, justice, heavy heart,  resources, lives, survive, Bengal, fight, appear

Bangabandhu Sheikh Mujibur Rahman started his speech with these words, “Today, I—–before you with a——-. You know everything and understand as well, We tried with our—-. Today the people of——want freedom, the people of Bengal want to—–, and the people of Bengal want to have their——.”     

উত্তরঃ appeared, heavy heart, lives, Bengal, survive, rights 

৮। Fill in the blanks with appropriate prepositions: 

  1. a) Karim will come — 5 p.m. উত্তরঃ at 
  2. b) The friends often bring a birthday gift —- the child.  উত্তরঃfor 
  3. c) The Olympics are held every four years —- a different host city. উত্তরঃ in 
  4. d) She puts her hand —- the glass of the window. উত্তরঃ of 
  5. e) The ab compare took place in Sreemangal —– Moulvibazar district. উত্তরঃ of 

 

৯। ইংরেজি অনুবাদ করুন:

ক) রহিমের ঠান্ডা লেগেছে  = Rahim has had a cold.

খ) দুই ঘণ্টা যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে = It has been raining for two hours. 

গ) আমি সাঁতার জানি না = I do not know how to swim.

ঘ) মানুষ মরণশীল = Man is mortal. 

ঙ) তুমি কি কখনো সিলেটের জাফলং গিয়েছ? = Have you ever been to Jaflong of sylhet. 

 

১০। Write a paragraph on “Prospects of Blue Economy in Bangladesh”.

According to the World Bank, the blue economy is the “sustainable use of ocean resources for economic growth, improved livelihoods, and jobs while preserving the health of ocean ecosystem.” European Commission defines it as “All economic activities related to oceans, seas and coasts. Blue Economy has the prospect to contribute Bangladesh economy on a much higher level. Twenty six potential Blue Economy sectors have been identified by the MoFA which include the fishery, maritime trade and shipping, energy, tourism, coastal protection, maritime safety and surveillance for development of blue economy in Bangladesh. The country has so far, explored only a few number of Blue Economy sectors such as fisheries and aquaculture, shipbuilding, ship breaking, salt generation and port facilities. Besides, most of these sectors are following traditional methods. Therefore, there still remains ample opportunities as well as challenges for exploring large number of blue economy sectors, safeguarding mangrove and ocean grass, addressing environmental changes and managing carbon discharge, and introducing innovative technology for further development to contribute in achieving sustainable development goals.

 

১১। Fill in the blanks with appropriate articles:

  1. a) ___ person’s birthday is a special day. উত্তরঃ A
  2. b) Sima has a cough and ___ sore throat. উত্তরঃ a 
  3. c) The Olympic Games is ___ biggest sports competition in ___ world. উত্তরঃ the, the 
  4. d) After Cyclone Nipa’s school became ___shelter for __ survivors. উত্তরঃ  a, the 

 

১২। Match the following sentences with the predictions below:

উত্তরঃ 1 + d, 2 +c + 3 + e, 4 +b , 5 + a 

 

গণিত অংশ সমাধানঃ  

১৩। দুইটি রাশির যোগফল ২৪০। তাদের অনুপাত ১ : ৩ হলে রাশি দুইটি নির্ণয় করুন। ১ম রাশি ২য় রাশির শতকরা কত অংশ?

উত্তরঃ ১ম রাশি ৬০ আর ২য় রাশি ৮০। ১ম রাশি ২য় রাশির ৩৩^১/৩% 

১৪। পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত?

উত্তরঃ পাড়ের ক্ষেত্রফল ১০৫৬ বর্গমিটার 

১৫। একটি সমবৃত্তভূমিক সিলিন্ডারের ব্যাসার্ধ ৪.৫ সে.মি. ও উচ্চতা ৬ সে.মি.। সিলিন্ডাটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন ( = 3.14 ধরুন)

উত্তরঃ ১৬৯.৫৬ বর্গ সে.মি 

১৬। সরল করুন: (4m + 2n)³ + 3(4m + 2n)² (m – 2n) + 3(4m + 2n) (m – 2n)² + (m – 2n)³

উত্তরঃ 125m^3 

 

সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ  

১৭। দেশে মোট মৎস্য উৎপাদন ও জিডিপি-তে ইলিশের অবদান কত ভাগ?

উত্তরঃ দেশে মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় ১২ শতাংশ। জিডিপি-তে ইলিশের অবদান প্রায় ১% [ প্রায় ২৫ হাজার কোটি টাকা] 

১৮। মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাব প্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধার নাম লিখুন।

উত্তরঃ মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাব প্রাপ্ত দুইজন মহিলা মুক্তিযোদ্ধা হলেন তারামন বেগম এবং ডাঃ সেতারা বেগম 

১৯। http ও LASER এর পূর্ণরূপ কী?

উত্তরঃ  http = Hypertext Transfer Protocol, LASER = Light Amplification by Stimulated Emission of Radiation

২০। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে? এর কাজ কী?

উত্তরঃ Central Processing Unit (CPU) কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। CPU এর কাজ হলো কম্পিউটারের সমস্ত ফাংশন (Function) নিয়ন্ত্রণ করে। কম্পিউটার থেকে প্রাপ্ত information  প্রক্রিয়া করে। এটি ইনপুট (Input) Process এবং আউটপুট (Output) প্রদান করে এবং কম্পিউটারের সম্পূর্ণ প্রক্রিয়া শুধুমাত্র সিপিইউ তে হয়।

২১। আইযুব-মোনায়েম চক্র কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে এবং এ মামলায় মোট কতজনকে আসামি করা হয়?

উত্তরঃ ৩ জানুয়ারি ১৯৬৮ আইযুব-মোনায়েম চক্র আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে এবং এ মামলায় বঙ্গবন্ধুসহ মোট ৩৫ জন আসামি করা হয়। 

২২। কোন বিদেশী পত্রিকা কত সালে বঙ্গবন্ধুকে Poet of politics উপাধি দিয়েছিল? 

উত্তরঃ নিউজ উইকস ৫ এপ্রিল ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে Poet of politics উপাধি দিয়েছিল। 

২৩। কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়? এটি কোন মহাদেশে অবস্থিত?

উত্তরঃ আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এটি দক্ষিণ আমারিকা মহাদেশে অবস্থিত। 

২৪। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তরঃ পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি ও প্রস্থ ১৮.১০ মিটার।  

২৫। শ্রীলংকার মুদ্রার নাম কি? শ্রীলংকা ও ভারতের মধ্যে কোন প্রণালি অবস্থিত?

উত্তরঃ শ্রীলংকার মুদ্রার নাম রুপি। শ্রীলংকা ও ভারতের পক প্রণালি অবস্থিত। 

২৬। আগামী FIFA World Cup কখন ও কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তরঃ আগামী FIFA World Cup ২১ নভেম্বর থে ১৮ ডিসেম্বর ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে। 

 

পরীক্ষার সময়সূচী এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।