হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের জুনিয়র অডিটর পদের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়
পদের নাম: জুনিয়র অডিটর
সময়: ১.৪৫ ঘন্টা পরীক্ষার তারিখ: ০১-০৪-২০২২ পূর্নমান: ১০০
বাংলা অংশের সমাধানঃ
১। ”বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” – কার লেখা? উত্তরঃ জীবনানন্দ দাশ
২। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’ – চরণটির রচয়িতা কে? উত্তর: সুকান্ত ভট্টাচার্য
৩। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তর: আগুনের পরশমনি
৪। “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির গীতিকার কে? উত্তর: আবদুল গাফফার চৌধুরী
৫। ‘সুলতানার স্বপ্ন’ কোন ধরণের গ্রন্থ? উত্তর: উপন্যাস
৬। ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ: দলিলপত্র’- কে সম্পাদনা করেছেন? উত্তর: হাসান হাফিজুর রহমান
৭। নিচের কোন বানানটি সঠিক? উত্তর: পরিষ্কার
৮। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর: ধ্বনি
৯। বাংলা স্বরবর্ণ কয়টি? উত্তর: ১১ টি
১০। ‘দ্ধ’ যুক্তাক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? উত্তর: দ + ধ
১১। নিম্নের কোনটি শব্দের আগে বসে? উত্তর: উপসর্গ
১২। নিচের কোনটি গুনবাচক বিশেষ্য? উত্তর: মধুরতা
১৩। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? উত্তর: জীবন
১৪। ‘হিসাব’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর: আরবি
১৫। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? উত্তর: ধাতু
১৬। ঘ্রাণ শব্দটির সন্ধি বিচ্ছেদ? উত্তর: ঘ্রা + আন
১৭। সমাস ভাষাকে – উত্তর: সংক্ষেপ করে
১৮। কোনটি উভয় লিঙ্গ? উত্তর: সন্তান
১৯। ‘কবিতা’ শব্দের বহুবচন কোনটি? উত্তর: কবিতাগুচ্ছ
২০। ছাদ থেকে পানি পড়ে – কোন কারকে কোন বিভক্তি? উত্তর: অপাদানে ৫মী
পরীক্ষার সময়সূচী ও এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।