এসএসসি পরীক্ষার সকল বোর্ড এর পাশের হার
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর শিক্ষা বোর্ডগুলোর সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
অন্যদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।
এসএসসি পরীক্ষার ফলাফল
Website 1
|
|
Website 2 |
সকল বোর্ডের এসএসসি ফলাফল দেখতে: ক্লিক করুন
Board Name | 1st Three Letters |
Dhaka Board | DHA |
Comilla Board | COM |
Rajshahi Board | RAJ |
Dinajpur Board | DIN |
Jessore Board | JES |
Barisal Board | BAR |
Chittagong Board | CHI |
Sylhet Board | SYL |
Madrasah Board | MAD |
Technical Board | TEC |
মেসেজের মাধ্যমে কিভাবে এসএসসি ফলাফল পাবেন নিচের ছবির নিয়ম অনুসরণ করুন
-
সাধারণ বোর্ডের (এসএসসি) জন্য এসএমএস সিস্টেম
- SSC <space> 1st Three Letters of Board Name <space> SSC Roll <space> 2021
- Then send to 16222
- Example: SSC DHA 123456 2021
- Then send to 16222
-
দাখিল পরীক্ষার্থীর জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএমএস সিস্টেম
- Dakhil<space> MAD <space> SSC Roll <space> 2021
- Then send to 16222
- Example: Dakhil MAD 123456 2021
- Then send to 16222
-
কারিগরি বোর্ড পরীক্ষার্থীর জন্য SMS সিস্টেম
- SSC <space> TEC <space> SSC Roll <space> 2021
- Then send to 16222
- Example: SSC TEC 123456 2021
- Then send to 16222
এসএসসি ও সমমানের ফল জানবেন যেভাবে
যেভাবে জানবেন ফল : মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের বছর (২০২১) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : ঢাকা বোর্ডের ক্ষেত্রে : SSC স্পেস DHA স্পেস ১২৩৪৫৬ (রোল) স্পেস ২০২১ পাঠিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য SSC এরস্থলে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন : Dakhil স্পেস MAD স্পেস ১২৩৪৫৬ স্পেস ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।