পদ্মা সেতু রেলপথ সংযোগ প্রকল্পের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
পদের নামঃ Resettlement Assistant
পরীক্ষার তারিখঃ ১০-১২-২০২১
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
১। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন কত সালে প্রণীত হয়? উত্তরঃ ২০১৭ সালে
২। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইনের ৪ ধারার নোটিশ জারির কত দিনের মধ্যে সংক্ষুদ্ধ ব্যাক্তি অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি দাখিল করবেন? উত্তরঃ ১৫ দিন
৩। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইনের কোন ধারার আওতায় জেলা প্রশাসক কর্তৃক রোয়েদাদ প্রস্তুত করা হয়? উত্তরঃ ৮
৪। বেসরকারি সংস্থার ভূমি অধিগ্রহণের জন্য ভূমি মালিককে বাজার দরের উপর অতিরিক্ত কত ভাগ ক্ষতিপূরণ প্রদানের বিধান আছে? উত্তরঃ ২০০ ভাগ
৫। অধিগ্রহণকালে কোন স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ নির্ধারণের জন্য উক্ত সম্পত্তির পারিপার্শিক সম্পত্তির সমজাতীয় সম্পত্তির কত বছরের গড়মূল্য বিবেচনা করা হয়? উত্তরঃ ১ বছর
৬। অধিগ্রহণকালে কোন স্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ নির্ধারণের সময় কোন বিষয়টি বিবেচ্য? উত্তরঃ অধিগ্রহণের কারণে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান অপর স্থাবর সম্পত্তি হইতে প্রস্তাবিত স্থাবর সম্পত্তি বিভাজনের ফলে সৃষ্ট ক্ষতি
৭। কোনো স্থাবর সম্পত্তি অধিগ্রহণের পর জেলা প্রশাসক কত কার্যদিবসের মধ্যে সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশ করবেন? উত্তরঃ ৯০
৮। ভূমিসেবার হটলাইন নং কোনটি? উত্তরঃ ১৬১২২
৯। জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন কবে পাস হয়? উত্তরঃ ১৯৫০ সালে
১০। ছুট দাগের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তরঃ ম্যাপে কোন অস্তিত্ব নেই
১১। জেলা প্রশাসকের খাস জমি কোন খতিয়ানে লিপিবদ্ধ হয়? উত্তরঃ ১ নং
১২। “ছোলেনামা” অর্থ কি? উত্তরঃ আপোষ
১৩। খতিয়ানে কোনটি থাকে না? উত্তরঃ জমির মূল্য
১৪। ই পর্চা সম্পর্কে কোনটি সঠিক? উত্তরঃ সবগুলো সঠিক
১৫। সিকস্তি জমি…….. বছরের মধ্যে পয়স্তি হলে, পূর্বমালিক বা তাঁর ওয়ারেশগন, কতিপয় শর্তে মালিকানা প্রাপ্ত হবেন। উত্তরঃ ৩০
১৬।
১৭। ভূমি রেজিস্ট্রেশন করার জন্য কোনটির প্রয়োজন নেই? উত্তরঃ হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ
১৮। ভূমি মন্ত্রণালয়ের ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের সার্কুলার মোতাবেক ভূমির শ্রেণি কতটি? উত্তরঃ ১৬
১৯। কোন মৌজা ম্যাপে কোন দিক প্লট নং শুরু করা হয়? উত্তরঃ উত্তর পশ্চিম
২০। মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? উত্তরঃ ২ টি
২১। স্থুলকোণী ত্রিভুজে কতটি সূক্ষকোণ থাকে? উত্তরঃ ২ টি
২২। ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রি করলে কত লাভ হয়? উত্তরঃ ২০%
২৩। কোনটি সঠিক নয়। এক একর সমান =? উত্তরঃ .৪০৪৬ হেক্টর [সঠিক এক একর = .৪০৪৮ হেক্টর]
২৪। দুটি সংখ্যার যোগফল ২০ এবং গুণফল ৯৬। সংখ্যা দুটির ব্যাস্তানুপাতিক যোগফল কত? উত্তরঃ ৫/২৪
২৫। হরতাল কোন ধরনের বিদেশি শব্দ? উত্তরঃ গুজরাটি
২৬। “ইউসুফ জোলেখা”র রচয়িতা কে? উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
২৭। “ছায়া হরিণ” ও “মেঘ বলে চৈত্রে যাব” কার রচনা? উত্তরঃ আহসান হাবীব
২৮। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে-? উত্তরঃ প্রাকৃত
২৯। হাইফেন(-) এর পরে কতটুকু থামেতে হয়? উত্তরঃ থামার দরকার নেই
৩০। ছোটটি কোথায়? বাক্যে ছোট শব্দের শেষে “টি” এর ব্যাকরণিক পরিচয় কি? উত্তরঃ পদাশ্রিত নির্দেশক
৩১। পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইন নির্মিত হবে? উত্তরঃ ডুয়েলগেজ ডাবল লাইন
৩২। জাতীয় পতাকার রূপকারকে? উত্তরঃ কামরুল হাসান
৩৩। বাংলাদেশ কত সালে LDC হতে graduation করবে? উত্তরঃ ২০২৬ সালে
৩৪। জলবায়ু বিষয়ক সম্মেলন COP-26 কোন শহরে অনুষ্ঠিত হয়? উত্তরঃ গ্লাসগো
৩৫। এন্টেনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? উত্তরঃ নবম
৩৬। কোনটি ভুল বানান? উত্তরঃ regreat
৩৭। To stay with sound health we must have a blance…………উত্তরঃ diet
৩৮। What is the synonym of “incite” উত্তরঃ instigate
৩৯। “Syntax” means- উত্তরঃ sentence building
৪০। Which one is noun? উত্তরঃ advice