খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা -২০২১
পদের নাম: সহকারী উপ-পরিদর্শক (ASI)
সময়: ৯০ মিনিট পরীক্ষা অনুষ্টিত: ০৩ ডিসেম্বর ২০২১ পূর্ণমান: ১০০
১. ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? উত্তর: ৪টি
২. Choose the correct affirmative- উত্তর: Everyone must submit to one’s fate.
৩. বাংলাদেশ খাদ্য ও কৃষি সংখ্যা (FAO) এর সদস্য পদ লাভে করেছে কত তারিখে? উত্তর: ১২ নভেম্বর ১৯৭৩
৪. In data communication, which device converts digital data to analogue signal? উত্তর: Modem
৫. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামীর সংখ্যা কত জন ছিল? উত্তর: ৩৫ জন
৬. ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মনিবেশ করেছে কোন দেশ? উত্তরঃ বার্বাডোস
৭. নীচের কোনটি প্রত্যয় যোগে গঠিত স্ত্রী-বাচক শব্দ? উত্তরঃ জেলেনী
৮. নীচের কোনটি ‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়? উত্তরঃ অবনী
৯. Sajan had been___ the run ever since the উত্তরঃ on
১০. নীচের কোন বানান গুচ্ছ সঠিক? উত্তর: মুহুর্মুহু, ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
১১. শুদ্ধ বানান কোনটি? উত্তর: আনুষঙ্গিক
১২. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা? উত্তর: প্রমথ চৌধুরী
১৩. “কাননে কুসুম কলি সকলি ফুটিল”- বাক্যে “কুসুম কলি” কোন কারকে কোন বিভক্তি? উত্তর: কর্ম কারকে শুন্য বিভক্তি
১৪. a + b = 7 এবং a^2 + b^2 = 25 হলে 5ab এর মান কত হবে? উত্তরঃ 60
১৫. Which of the following memory is non-volatile? উত্তর: ROM
১৬. Identify the correct sentence- উত্তর: Fortunately, the explosion killed on one person.
১৭. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধবর্তী কোন স্বরধ্বনির লোপকে কী বলা হয়? উত্তর: সম্প্রকর্ষ
১৮. How many affixes are there in the world “atheist”? উত্তর: one
১৯. ‘চর্যাপদ’ কোন ছন্দে লেখা? উত্তর: মাত্রাবৃত্ত
২০. ঢাকা গেট নির্মাণ করেন কে? উত্তর: মীর জুমলা
২১. When you think someone is “introspective’- you think she/he is- উত্তর: reserved
২২. Choose the pair that best corresponds to …… sketch : Artist- উত্তর: Chisel : sculptor
২৩. Fill in the blank, He had his hair____. উত্তর: cut
২৪. পদ্মা সেতুতে স্প্যানের সংখ্যা কতটি? উত্তর: ৪১
২৫. কোন ভেরিয়েন্টে বিশ্বে সবচেয়ে বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে? উত্তর: B. 1. 617. 2
২৬. Who wrote the novel ‘Great Expectations’? উত্তর: Charles Dickens
২৭. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? উত্তর: নেকড়ে অরণ্য
২৮. কোনটি খাাঁটি বাংলা শব্দ? উত্তর: চামার
২৯. সাহিত্যের কোন বিশেষ শাখাটি জীবনের কোন বিশেষ মুহূর্তের রূপায়ণ? উত্তর: ভ্রমণ কাহিনী
৩০. Dialect- এর পরিভাষা কোনটি? উত্তর: উপভাষা
৩১. ‘প্রাতরাশ’ এর সন্ধি বিচ্ছেদ কী? উত্তর: প্রাতঃ + আশ
৩২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তর: ৫৪০ ডিগ্রি
৩৩. বিট কয়েন কী? উত্তর: ডিজিটাল মুদ্রা
৩৪. A group of lines placed together to create poem is called a__ উত্তর: Stanza
৩৫. লুঙ্গি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? উত্তর: বর্মি
৩৬. ‘রজ্জুতে সর্পজ্ঞান’ বাগধারাটির অর্থ কী? উত্তর: বিভ্রম
৩৭. তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত? উত্তর: ৪১
৩৮. ১০,০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থ ক্য কত? উত্তর: ১৪৪
৩৯. Which of the following is correct? উত্তর: He is tired of the job.
৪০. The saying “enough is enough’ is used when you want- উত্তর: something to stop
৪১. Identify the correct sentence- উত্তর: The scenery of Cox’s Bazar is attractive.
৪২. Select the correct passive form of- “We insist on punctually in this office.” উত্তর: Punctuality is insisted on in this office.
৪৩. দুইটি বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করেছে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৭ সে.মি.। একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ সে.মি. হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত সে.মি.? উত্তর: ৩ সে.মি
৪৪. What is the plural of “Stimulus”? উত্তর: Stimuli
৪৫. “আমার ঘরের চাবি পরের হাতে”- গানটির রচয়িতা কে? উত্তর: লালন ফকির
৪৬. He said, “Would that I were rich”- The correct indirect form is- উত্তর: He wished that he had been rich.
৪৭. Which is the correct spelling? উত্তর: Equilibrium
৪৮. Did you have any difficulty ___ a visa? উত্তর: in getting
৪৯. কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? উত্তর: তৃতীয়া
৫০. নীচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়? উত্তর: বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
৫১. Antonym of “dogma’ is___ উত্তর: Tenet
৫২. নাগানো-কারাবাখ যুদ্ধের অবসানে কোন দেশ মধ্যস্থতা করে? উত্তর: রাশিয়া
৫৩. বাংলা সাহিত্যের চলতি রীতির প্রবর্তক কে? উত্তর: প্রমথ চৌধুরী
৫৪. ___ AIDS virus infection is incurable. উত্তর: no article
৫৫. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য? উত্তর: বীরাঙ্গনা
৫৬. Identify the part of speech “seldom”. উত্তর: adverb
৫৭. Find the correct spelling-উত্তর: lieutenant
৫৮. ‘মর্সিয়া’ শব্দের অর্থ কী? উত্তর: শোক শোক
৫৯. কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়? উত্তর: বরিশাল
৬০. a সংখ্যক আমের দাম b টাকা হলে a টাকায় কতটি আম কেনা যাবে? উত্তর: a2/b
৬১. ২.৫ কোন সংখ্যার ০.৫%? উত্তর: ৫০০
৬২. দুইটি চাকার পরিধি যথাক্রমে ৩১.৪১৬ সে. মি. ৬২.৮৩২ সে.মি হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত? উত্তর: ১:২
৬৩. Who wrote “The Excursion”? উত্তর: William wordsworth
৬৪. What is the meaning of the idiom “The salt of the Earth”? উত্তর: Best people
৬৫. কোন বাক্যাংশটি গুরুচণ্ডালী দোষযুক্ত? উত্তর: ঘটকের গাড়ি
৬৬. শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা কত? উত্তর: ২৭৩ টাকা
৬৭. x-3 – 0.001 = 0 হলে x2 এর মান কত? উত্তর: 100
৬৮. ১০ জন বালক ও ৪ জন বালিকা থেকে ২ জন বালক ও ২ জন বালিকা কত উপায়ে বেছে দেওয়া যায়? উত্তর: ১২৬০
৬৯. রহিম ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। যে যদি ঐ টাকায় ১টি কলম বেশি পেত তার ১টি কলমের দাম পড়ে ১ টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনল? উত্তর: ১৫
৭০. যে নারী প্রিয় কথা বলে- এক কথায় প্রকাশ করুন। উত্তর: প্রিয়ংবদা
৭১. ছড়া কোন ছন্দে রচিত হয়? উত্তর: স্বরবৃত্ত
৭২. What is the correct antonym of ‘Honorary’? উত্তর: Paid
৭৩. Study of religion is called- উত্তর: Theology
৭৪.ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৬,৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? উত্তর: ৪
৭৫. কোন সামন্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সে.মি ও ৮ সে.মি এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামন্তরিকটির ক্ষেত্রফল নীচের কোনটি হবে? উত্তর: ৪০
৭৬. যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? উত্তর: ২১%
৭৭. সমকোণী ত্রিভুজের একটি কোণ ৩০ ডিগ্রী হলে অপরটি কত? উত্তর: ৬০ ডিগ্রি
৭৮. কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে? উত্তর: আল্ট্রাভায়োলেট রশ্মি
৭৯. “হাঁড়ি হাঁড়ি সন্দেশ” এখানে কোন শব্দযোগে বহুবচন হয়েছে? উত্তর: বিশেষ্য ও বিশেষ্য
৮০. জাতিসংঘভুক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়? উত্তর: অ্যাম্বাসাডার
৮১. রাইডার কাপ ট্রপি কোন খেলার সাথে জড়িত? উত্তর: গলফ
৮২. মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন কতজন? উত্তর: ৬ জন
৮৩. VIRUS এর পূর্ণরূপ কী? উত্তর: Vital Information Resources Under Seize.
৮৪. “নদী ও নারী” উপন্যাসের রচয়িতা কে? উত্তর: হুমায়ন কবির
৮৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর: শেখ মুজিবুর রহমান
৮৬. ‘Renaissance” means- উত্তর: rebirth
৮৭. একটি ত্রিভুজ এবং একটি বৃত্তে নুন্যতম কতটি বিন্দুতে ছেদ করতে পারে? উত্তর: ২
৮৮. বাংলাদেশের স্বল্পন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি? উত্তর: ১৯৭৫, ২০২৬
৮৯. The synonym of ‘Cryptic”- উত্তর: Obscure
৯০. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তার কম, সংখ্যাটি কত? উত্তর: ৪৩
৯১.নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? উত্তর: জেলেনী
৯২.নিচের কোনটি পর্বত এর সমার্থক শব্দ নয়? উত্তর: অবনী
৯৩.নিচের কোন বানানগুচ্ছ সঠিক? উত্তর: মুহুর্মুহু,ব্যত্যয়, মৃত্যুত্তীর্ণ
৯৪. কোনটি খাঁটি বাংলা শব্দ? উত্তর: চামার
৯৫.কর্মবাচ্যের কর্তার কোন বিভক্তি হয়? উত্তর: তৃতীয়া
৯৬.বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? উত্তর: প্রমথ চৌধুরী
৯৭.ছোটটি কোথায়?- বাক্যে ছোট শব্দের শেষে ‘টি’ এর ব্যাকরণিক পরিচয় কী? উত্তর: পদাশ্রিক নির্দেশক
৯৮. হাইফেন(-) এর পর কতক্ষণ থামতে হয়? উত্তর: থামার প্রয়োজন নেই
৯৯.শোনো একটি মুজিবুরের কণ্ঠস্বরের ধ্বনি- গানটির রচয়িতা কে? উত্তর: গৌরিপ্রসন্ন মজুমদার
১০০.মুজিব-লেলিন-ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? উত্তর: নির্মলেন্দু গুণ
পরীক্ষার প্রশ্ন সমাধান, এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী, এবং পরীক্ষার ফলাফল জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করুন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।