জাতীয় রাজস্ব বাের্ড নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য বোর্ড সভার আয়োজন করেছিল । জাতীয় রাজস্ব বাের্ডের নতুন করে ২৫৩ পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে । জাতীয় রাজস্ব বাের্ডের শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগের “সহকারী রাজস্ব কর্মকর্তা” এর শূন্যপদে জনবল নিয়ােগের নিমিত্ত ছাড়পত্র প্রদান। সূত্র: জাতীয় রাজস্ব বাের্ডে স্মারক নং-১০(২)শুভঃপ্র-৩/2011/৩১৭, তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২১
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোন তথ্য পাবেন Android App: Jobs Exam Alert । নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। Download jobs Exam Alert
জাতীয় রাজস্ব বাের্ড আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে আজকে নতুন একটা নোটিশ প্রকাশ করেছে নিচে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি।
বিষয: জাতীয় রাজস্ব বাের্ডের শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগের “সহকারী রাজস্ব কর্মকর্তা” এর শূন্যপদে জনবল নিয়ােগের নিমিত্ত ছাড়পত্র প্রদান।
সূত্র: জাতীয় রাজস্ব বাের্ডে স্মারক নং-১০(২)শুভঃপ্র-৩/2011/৩১৭, তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২১
উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বাের্ডের শুল্ক, আবগারী ও ভ্যাট অনুবিভাগের ১০ম গ্রেড এর (পূর্বের ২য় শ্রেণি) “সহকারী রাজস্ব কর্মকর্তা” এর সরাসরি নিয়ােগযােগ্য শূন্যপদে জনবল নিয়ােগের নিমিত্ত নিম্নোক্ত ছকের ৩নং কলামে বর্ণিত সংখ্যক পদ সংরক্ষণপূর্বক ৪নং কলামে বর্ণিত ২৫৩ (দুইশত তিপান্ন) টি পদে সরাসরি নিয়ােগের ছাড়পত্র নির্দেশক্রমে প্রদান করা হলাে :
শর্তসমুহ:
(ক) উল্লিখিত পদ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতের কোন নিষেধাজ্ঞা থাকে, কোন রীট/মামলা বিচারাধীন থাকে, কোন মামলার রায় বাস্তবায়নের বিষয় অপেক্ষমান বা প্রক্রিয়াধীন থাকে তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান মােতাবেক শূন্যপদ পূরণ করতে হবে;
(খ) ছাড়পত্রের প্রস্তাবের শূন্যপদের সংখ্যায় কোন গরমিল থাকার কারণে কোন পদে অতিরিক্ত লােক নিয়ােগ পেলে সেক্ষেত্রে ভুল তথ্য প্রদানকারী কর্মকর্তা দায়ী থাকবেন;
(গ) অর্গানােগ্রাম ও পদ সৃষ্টির আদেশে বর্ণিত পদনাম অনুযায়ী অনুমােদিত নিজস্ব নিয়ােগবিধি অনুসরণপূর্বক প্রতি গ্রেডের পদের বিপরীতে মঞ্জুরিকৃত পদ সংখ্যার ভিত্তিতে পদ পূরণ করতে হবে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট নিয়ােগকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;
(ঘ) পদ পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র নং-০৮.০০.০০০০.016৬.২২.০০৩.২০-২২, তারিখ: ১৯ জানুয়ারি ২০২১ অবশ্যই পালন/অনুসরণ করতে হবে।