বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিষয়ঃ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড-এর রাজস্ব খাতভুক্ত সহকারী হিসাবরক্ষক পদে নিয়ােগ পরীক্ষা সংক্রান্ত।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বাের্ড-এর রাজস্ব খাতভুক্ত ‘সহকারী হিসাবরক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের জ্ঞাতার্থে জানানাে যাচ্ছে যে, উক্ত পদের নিয়ােগ পরীক্ষা নিম্নবর্ণিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে :
লিখিত (MCQ) পরীক্ষার তারিখ: ২৮-০৮-২০২১
লিখিত (রচনামূলক) পরীক্ষার তারিখ: ২৯-০৮-২০২১
মৌখিক পরীক্ষার তারিখ: ৩১-০৮-২০২১
নোটিশের ছবিঃ
বিশেষ দ্রষ্টব্য :
> প্রার্থীদের অনুকূলে ডাকযােগে কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। প্রার্থীদেরকে brebr.teletalk.com.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলােড করে সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে
> লিখিত রেচনামূলক) পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়ােগ বিজ্ঞপ্তির শর্ত মােতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সকল মূল সাটিফিকেটের ০১(এক) সেট সত্যায়িত ফটোকপি (যেমন-শিক্ষাগত যােগ্যতার সনদসমূহ, Applicant’s Copy, অভিজ্ঞতার সনদ (প্রযােজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব/ জাতীয়তা সনদ ইত্যাদি) এবং ০২(দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা প্রদান করতে হবে।
> মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় নিয়ােগ বিজ্ঞপ্তির শর্ত মােতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সকল মূল সাটিফিকেট প্রদর্শন করতে হবে এবং সকল মূল সার্টিফিকেটের ০২(দুই) সেট সত্যায়িত ফটোকপি (যেমনশিক্ষাগত যােগ্যতার সনদসমূহ, Applicant’s Copy, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব। জাতীয়তা সনদ ইত্যাদি) এবং ০২(দুই) কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা প্রদান করতে হবে।
(মুহাম্মদ খালেদ হােসেন)
পরিচালক কর্মচারী প্রশাসন পরিদপ্তর
অনুলিপি (অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য) :
০১। নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ), বাপবিবাে, ঢাকা।
০২। পরিচালক, অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর, বাপবিবাে, ঢাকা।
০৩। সিনিয়র সিস্টেম এনালিস্ট, আইসিটি পরিদপ্তর, বাপবিবাে, ঢাকা।
০৪। একান্ত সচিব, চেয়ারম্যান, বাপবিবাে, ঢাকা।
০৫। একান্ত সচিব, সদস্য (প্রশাসন। অর্থ), বাপবিবাে, ঢাকা।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এডমিট কার্ড প্রকাশ, চাকরির পরীক্ষার সময়সূচী সহ যে কোন চাকরির তথ্য পেতে আপনি মোবাইলে Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।