দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষার প্রশ্নের সমাধান

পদের নামঃ সহকারী সচিব/সহকারী পরিচালক প্রশাসন

পরীক্ষার তারিখঃ ২০-০১-২০২৩ তারিখ

কারো কাছে ভালো প্রশ্ন থাকলে ইমেইল কর

যে কোন প্রশ্নের সমাধান পেতে পরীক্ষার প্রশ্ন আমাদের পাঠিয়ে দেনঃ

ইমেইল করুনঃ Admin@studyonlinebd.com

imo- 01710286369
whatsapp-01710286369

বিঃদ্রঃ পরীক্ষা শেষ হলেই, শুধু প্রশ্নের সমাধান দেওয়া হয়। এখানে কোন প্রকার বেআইনি কোন কাজ করা হয় না। দয়া করে অসৎ উদ্দেশ্যে কেউ আমাদের ফোন দিবেন না।

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ 

১। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?  উত্তরঃ পুন্ড্র নগর 

২। অবিভক্ত প্রাচীন বাংলায় সর্বপ্রথম রাজা কে ছিলেন? উত্তরঃ শশাঙ্ক

৩। কীসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল? উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ 

৪। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? উত্তরঃ কৃষি, সমবায় ও স্থানীয় সরকার

৫। ঐতিহাসিক ‘ছয় দফা’ কে কীসের সঙ্গে তুলনা করা হয়? উত্তরঃ ম্যাগনাকার্টা

৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২

৭। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ সপ্তম

৮। মুজিবনগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে? উত্তরঃ ১০ এপ্রিল  ও ১৭ এপ্রিল

৯। বাংলাদেশের জাতীয় দিবস….. উত্তরঃ ২৬ মার্চ

১০। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? উত্তরঃ ১৩৬তম 

১১। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশে কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? উত্তরঃ প্রধানমন্ত্রী

১২। কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics হিসেবে অভিহিত করেছিল? উত্তরঃ Newsweek

১৩। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? উত্তরঃ প্রথম ৪টি চরণ 

১৪। UNESCO কোন তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯

১৫। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন- উত্তরঃ অ্যাটর্নি জেনারেল

১৬। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে? উত্তরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দে

১৭। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরের অধীনে? উত্তরঃ ১০ নং সেক্টর

১৮। বাংলায় ‘ছিয়াত্তরের মনন্তর’ এর সময়কাল…… উত্তরঃ ১৭৭০ সাল 

১৯। বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ

২০। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তরঃ ২৩ জুন, ১৭৫৭ সাল 

২১। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে- উত্তরঃ মৃন্ময়

২২। জিজীবিষা শব্দের অর্থ কী? উত্তরঃ বেঁচে থাকার ইচ্ছা

২৩। চিকিৎসাশাস্ত্র কোন সমাস? উত্তরঃ কর্মধারয় 

২৪। অভাব অর্থে ব্যবহৃত কোন উপসর্গটি? উত্তরঃ আলুনি

২৫। যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়…এটি কোন ধরনের বাক্য? উত্তরঃ জটিল বাক্য

২৬। উর্ণনাভ শব্দটি দিয়ে বুঝায়- উত্তরঃ মাকড়সা

২৭। Custom শব্দের বাংলা পরিভাষা কোনটি? উত্তরঃ প্রথা

২৮। বাংলা সনেটের প্রর্বতক কে? উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

২৯। He parted………his friends in tears. উত্তরঃ from

৩০। As the sun……..I decided to go out. উত্তরঃ was shining

৩১। The synonym of ‘resentment’ is……. উত্তরঃ Indignation 

৩২। Three-fourths of the work……….finished. উত্তরঃ has been

৩৩। Shakespeare is mostly famous for his……উত্তরঃ plays

৩৪। ‘By and large’ means– উত্তরঃ mostly 

৩৫। He could not win but learnt a lot. Which parts of speech is the word ‘but’? উত্তরঃ a conjunction

৩৬। ‘September on Jessore Road’ was written by- উত্তরঃ Allen Ginsberg

৩৭। ‘Panacea’ means– উত্তরঃ cure all

৩৮। He gave up — football when he got married. উত্তরঃ playing

৩৯। ০১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? উত্তরঃ ২৫

৪০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তরঃ ৫%

৪১। বার্ষিক ১০% মুনফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? উত্তরঃ ৯৬৮ টাকা

৪২। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? উত্তরঃ ৩৩টি

৪৩। .১ x ৩.৩৩ x ৭.১ = ? উত্তরঃ ২.৩৬

৪৪। দুইটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ.সা,গু ৪ হলে, বৃহত্তর সংখ্যাটি কত? উত্তরঃ ১২

৪৫। ১৭ সেমি, ১৫ সেমি ও ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে- উত্তরঃ সমকোণী ত্রিভুজ

৪৬। যদি a+b = 2, ab = 1 হয়, তবে a ও b এর মান কত? উত্তরঃ 1,1

৪৭। দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত? উত্তরঃ 36

৪৮। 0,1,2 ও 3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? উত্তরঃ ২১৮৭

৪৯। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবারহ নিশ্চিতে কথা বলা হয়েছে? উত্তরঃ ১৬ 

৫০। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কী? উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

৫১। SDG’র কত নম্বর Goal এ ‘সাশ্রয়ী, নির্ভরযোর্গ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবারহ’ এর কথা বলা হয়েছে?উত্তরঃ Goal-07

৫২। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- উত্তরঃ এক কিলোওয়াট ঘণ্টা

৫৩। বাংলাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবারহ করা হয়? উত্তরঃ সন্দ্বীপ

৫৪। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? উত্তরঃ প্রাকৃতিক গ্যাস

৫৫। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিদ্যুৎ…… উত্তরঃ বিতরণকারী সংস্থা 

৫৬। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন? উত্তরঃ ২১ মার্চ ২০২২

৫৭। বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে?  উত্তরঃ দ্বিতীয়

৫৮। কোনটি অপারেটিং সিস্টেম নয়? উত্তরঃ C

৫৯। নিচের কোনটি Open Source Software? উত্তরঃ Google Chrome 

৬০। নিচের কোন Protocol টি ইন্টারনেট এর মাধ্যমে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে? উত্তরঃ HTTPS

৬১। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? উত্তরঃ ৫০%

৬২। নিচের ধারার শেষ সংখ্যাটি কত হবে? উত্তরঃ ২৪৩

৬৩। কোনটি তার বিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? উত্তরঃ Wi-MAX

৬৪। Computer থেকে Computer এ তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়– উত্তরঃ Internet

৬৫। নিচের কোন উক্তিটি সঠিক–  উত্তরঃ ১ কিলোবাইট = ১০২৪ বাইট

৬৬। বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তরঃ ৫ ‍জুন

৬৭। SDG এর Goal মোট কয়টি এবং Target কয়টি? উত্তরঃ 17টি এবং 169টি

৬৮। ‘Black Lives Matter’ কী? উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন

৬৯। জাপোরিঝিয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? উত্তরঃ ইউক্রেন

৭০। নিচের কোনটি ‘Bretton Woods Institutions’ এর অন্তর্ভুক্ত?উত্তরঃ IMF

৭১। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ? উত্তরঃ গাম্বিয়া

৭২। স্টিফেন হকিন্স ছিলেন বিশ্বের একজন অতিশয় বিখ্যাত– উত্তরঃ পদার্থবিদ

৭৩। নিচের কোনটি ‘Green House Gas’ নয়? উত্তরঃ অক্সিজেন

৭৪। ‘Belt and Road Initiatives (BRI)’ এর প্রস্তাব করেছে কোন দেশ? উত্তরঃ চীন

৭৫। স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রাপ্ত কোনটি? উত্তরঃ বিদ্যুৎ বিভাগ

৭৬। পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর মোট উৎপাদন ক্ষমতা কত? উত্তরঃ ১৩২০ মেগা ওয়াট 

৭৭। Ultra Super Critical Technology ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে কত তম দেশ?  উত্তরঃ ১৩তম

৭৮। নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি? উত্তরঃ পিজিসিবি 

৭৯। কোনটি বায়ুর উপাদান নয়? উত্তরঃ ফসফরাস

৮০। The very first English Dictionary was compiled by– উত্তরঃSamuel Johnson