বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের (MCQ) পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
পদের নামঃ ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট/ প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট
পরীক্ষার তারিখঃ ২৬ আগস্ট ২০২২
পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট
পূর্ণমানঃ ৮০
এই পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান ও লাইভ পরীক্ষা দিতে পারবেন Android App: job aid এর Recent Job Solution মাধ্যমে।
Download App
জব’স পাসওয়ার্ড এর Recent Job Solution 2022 (৭৫+ সেট প্রশ্নের ব্যাখ্যাসহ) বইটি পাওয়া যাচ্ছে ।
বইটিতে যা যা থাকছেঃ
১। ২০২২ সালে অনুষ্ঠিত চাকরির নিয়োগ পরীক্ষার ৭৫+ সেট প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।
২। ৭৫+ সেট প্রশ্নের মধ্যে ৪১ সেট MCQ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান এবং
৩। ৩৬ সেট লিখিত পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান।
বইটি প্রকাশঃ ২০ আগস্ট ২০২২
বইটির মূল্যঃ ২৩০টাকা
কুরিয়ার সার্ভিস চার্জঃ ফ্রি
বইটি পাঠানো হবে ( ২৮-০৮-২০২২ তারিখে)
অর্ডার করতে পারবেন যেভাবেঃ
ওয়েবসাইট থেকেঃ https://studyonlinebd.com/user/book-shop/ book shop থেকে প্রি-অর্ডার করুন
অ্যাপ থেকেঃ নতুন ভার্সন অ্যাপে book shop নামে বাটন পাবেন। পুরাতন ভার্সনে Daily exam এবং Special daily Exam এর মধ্যে buy new book এ ক্লিক করুন।
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
ইংরেজি অংশ সমাধানঃ
১। The Perthenon is said ………. Created in the Age of Pericles.
ক. to have become খ. to have begun গ. to have been ঘ. to have had begun
Ans: to have been
২। If Submissive is to Disobedient, then which of the following is correct?
ক. comply – conform খ. heed – acquiesce গ. observed – defy ঘ. obey – hearken to
Ans: গ. observed – defy
৩। The moment to bridge the chasms that divide us come. Here the underlined word means-
ক. Hollowness খ. Cleft গ. Depth ঘ. Joint
Ans: খ. Cleft
৪। Which one is a literary work of William Wordsworth?
ক. The Excursion খ. To Daffodils গ. The Prejudice ঘ. Runaway
Ans: ক. The Excursion
৫। What is the meaning of the phrase ‘more than meets the eyes’?
ক. again and again খ. clear and visible গ. appearance can be deceiving ঘ. more than once
Ans: গ. appearance can be deceiving
৬। Fill in the appropriate preposition: Are you still brooding …… what he said?
ক. in খ. for গ. over ঘ. at
Ans: গ. over
৭। The closest meaning of XENOPHOBIA is ……
ক. fear of inert gas খ. prejudice against foreigners গ. fear of closed place ঘ. repulsion to love
Ans: খ. prejudice against foreigners
৮। What is the antonym of ‘galore’?
ক. profuse খ. paramour গ. coherence ঘ. meager
Ans: খ. prejudice against foreigners
৯। Which one is the noun form of ‘revolt’?
ক. revolting খ. revoltness গ. revolt ঘ. revulsion
Ans: গ. revolt
১০। ‘Such people are not found now’ -the determiner in this sentence is —
ক. such খ. people গ. are ঘ. not
Ans: ক. such
১১। George Eliot was the pen name of —
ক. Eric Arthur Blair খ. Mary Ann Evans গ. Samuel Clemens ঘ. William Sydney Porter
Ans: খ. Mary Ann Evans
১২। Change the speech to active: Why was he punished by the teacher?
ক. Why the teacher punished him? খ. By whom was he punished?
গ. Why did the teacher punish him? ঘ.Who punished him?
Ans: গ. Why did the teacher punish him?
১৩। What is the opposite gender for ‘Roe’?
ক. Buck খ. Drake গ. Drone ঘ. Hart
Ans: ঘ. Hart
১৪। I opened the door as soon as I ——— the bell.
ক. have heard খ. was hearing গ. heard ঘ. had heard
Ans: গ. heard
১৫। The synonym of the word ‘slothful’ is —
ক. plebeian খ. indolent গ. slavery ঘ. disastrous
Ans: খ. indolent
১৬। Which of the following is written in blank verse?
ক. The Rape of the Lock খ. Absalon & Achitophel
গ. Paradise Lost ঘ. In memoriam
Ans: গ. Paradise Lost
১৭। Which spelling is correct?
ক. Exaggeration খ. Exeggaration গ. Manouvre ঘ. Maneuvre
Ans: ক. Exaggeration
১৮। The word ‘Cartographer’ means-
ক. A person who draws map খ. A cart pulling animal
গ. A person who makes cart ঘ.A person who rides a cart
Ans: ক. A person who draws map
১৯। When did the Romantic Period of English literature start?
ক. 1625 খ. 1702 গ. 1798 ঘ. 1832
Ans: গ. 1798
২০। Could he explain why he turned it down? the underlined is a/an—-
- a) Principle clause b) Noun clause c) Adjective clause d) Adjective clause
Ans: b) Noun clause
গণিত অংশ সমাধানঃ
২১। a2 – 8a – 8b + 16 + b2 এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ক) – 2ab খ) 8ab গ) 6ab ঘ) 2ab
উত্তরঃ ঘ) 2ab
২২। ৬০০ টাকার ৮ মাসের মুনফা এবং ১২০০ টাকার ৬ মাসের মুনফা একত্রে ৫০ টাকা হলে বার্ষিক মুনফার হার কত?
ক) ৩% খ) ৪% গ) ৫% ঘ) ৬%
উত্তরঃ গ) ৫%
২৩। কোনো সমান্তর ধারার ৩য় পদ ১১ এবং ৬ষ্ঠ পদ ২৩ হলে ধারাটির প্রথম ৭টি পদের সমষ্টি কত?
ক) ২৭ খ) ৬৫ গ) ৮৭ ঘ) ১০৫
উত্তরঃ ঘ) ১০৫
২৪। 11^4x+12 = 5^4x+12 হলে x এর মান কত?
ক) -4 খ) 3 গ) -3 ঘ) 4
উত্তরঃ গ) -3
২৫। pq > 0, pr < 0 এবং r > 0 হলে নিচের কোনটি সত্য?
ক) qr > 0 খ) qr < 0 গ) q > 0 ঘ) p < 0
উত্তরঃ খ) qr < 0
২৬। 6m2 – 13m + 6 এই সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
ক) বাস্তব, অসমান ও মূলদ খ) বাস্তব ও সমান গ) বাস্তব, অসমান ও অমূলদ ঘ) অবাস্তব
উত্তরঃ ক) বাস্তব, অসমান ও মূলদ
২৭। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সে.মি. হলে ত্রিভুজের উচ্চতা কত?
ক. √3 সে.মি. খ. 2√3 গ) 3√3 ঘ. 4√3
উত্তরঃ গ) 3√3
২৮। ৩৬ গ্রাম ওজনের সোনার গয়নায় সোনা ও খাদের অনুপাত ৭:৫। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
ক. ২৪ গ্রাম খ. ২৯ গ্রাম গ) ৩৪ গ্রাম ঘ. ৩৯ গ্রাম
উত্তরঃ ঘ. ৩৯ গ্রাম
২৯। একটি বাক্সে ৩ টি লাল., ৪ টি সবুজ ও ৫ টি নীল বল আছে। নিরপেক্ষভাবে ৩ টি বল তোলা হলে অন্তত ১ টি নীল বল পাওয়ার সম্ভাবনা কত?
ক. ৭/১২ খ. ৫/১২ গ) ৩৭/৪৪ ঘ. ৭/৪৪
উত্তরঃ গ) ৩৭/৪৪
৩০। 2x – 5 < 7 অসমতাটির সমাধান কত?
ক. -3 < x < 3 খ. -2 < x < 4 গ) 1 < x < 5 ঘ. -1 < x < 6
উত্তরঃ ঘ. -1 < x < 6
৩১। একটি মিটিং এ উপস্থিত সদস্যবৃন্দ মীটিং এর শুরুতে এবং শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট করমর্দনের সংখ্যা ২০ হলে মীটিং এর সদস্য সংখ্যা কত?
ক) ৪ জন খ) ৫ জন গ) ৬ জন ঘ) ৭ জন
উত্তরঃ খ) ৫ জন
৩২। দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে বড় সংখ্যাটি কত?
ক) ২৫ খ) ৪৫ গ) ৫০ ঘ) ৮০
উত্তরঃ ক) ২৫
৩৩। 5 = {x N: x2 > 8, x3 < 30} হলে S সেটের প্রকৃত উপসেট কোনটি?
ক) {3} খ) {4} গ) {3,4} ঘ) {}
উত্তরঃ ক) {3}
৩৪। ABCD রম্বসের কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে ∆ BOC কোন ধরনের ত্রিভুজ?
ক) সমবাহু খ) সমকোণী গ) সমদ্বিবাহু ঘ) সমকোণী সমদ্বিবাহু
উত্তরঃ খ) সমকোণী
৩৫। ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রি করায় একটিতে ২০% লাভ ও অপরটিতে ২০% ক্ষতি হল। মোট কত টাকা লাভ বা ক্ষতি হল?
ক) ৩০০ টাকা লাভ খ) ৪০০ টাকা লাভ গ) ৪০০ টাকা ক্ষতি ঘ) ৩০০ টাকা ক্ষতি
উত্তরঃ ক) ৩০০ টাকা লাভ
৩৬। ৪০ জন লোকের মাঝে ৩০ জন ইংরেজি, ২৫ জন বাংলা ও ইংরেজি এবং প্রত্যেকেই দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। শুধু বাংলায় কতজন কথা বলতে পারে?
ক) ১০ জন খ) ১৫ জন গ) ১৮ জন ঘ) ২০ জন
উত্তরঃ ক) ১০ জন
৩৭। log₇(^5√7.√7) – log₃(^3√3)+log₄^2 এর মান কত?
ক. 12/19 খ. 13/17 গ. 13/15 ঘ. 11/13
উত্তরঃ গ. 13/15
৩৮। m = 7 – 4√3 হলে, √m+1/√m এর মান কত হবে?
ক. 3 খ. 4 গ. 8 ঘ. 9
উত্তরঃ খ. 4
৩৯। ৮ জন লোক একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কতভাবে বসতে পারে?
ক. ২৫২০ খ. ৫০৪০ গ. ২০১৬০ ঘ. ৪০৩২০
উত্তরঃ খ. ৫০৪০
৪০। ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ১৫, ১৭, ২১, ২৩, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?
ক. ১২ খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
উত্তরঃ ঘ. ১৫
বিজ্ঞান অংশ সমাধানঃ
৪১। দেহের হাড় বৃদ্ধি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
ক. আয়োডিন ১৩১ খ. কোবাল্ট ৬০ গ. টেকনিশিয়াম ৯৯ ঘ. ফসফরাস ৩২
উত্তরঃ ঘ. ফসফরাস ৩২
৪২। নিচের কোন দেশটির রেডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ ব্যাতিক্রম?
ক. জাপান খ. আয়ারল্যান্ড গ. নামিবিয়া ঘ. মেক্সিকো
উত্তরঃ ক. জাপান
৪৩। ‘ফাইলমেকার প্রো’ প্রোগ্রামটি তৈরি করেছে-
ক. আইবিএম খ. বেল ল্যাবরেটরি গ. মাইক্রোসফট ঘ. ক্লারিস
উত্তরঃ ঘ. ক্লারিস
৪৪। নিচের কোনটিকে মাইক্রো নিউট্রিয়েন্ট বলা হয়?
ক. আমিষ খ. ভিটামিন গ. শর্করা ঘ. ক+খ
উত্তরঃ খ. ভিটামিন
৪৫। (101101)2 এর দশমিক মান নিচের কোনটি?
ক. 43 খ. 34 গ. 45 ঘ. 54
উত্তরঃ গ. 45
৪৬। কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?
ক. সোডিয়াম কার্বনেট খ. ক্যালসিয়াম বাইকার্বনেট
গ. সোডিয়াম বাইকার্বনেট ঘ. ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ক. সোডিয়াম কার্বনেট
৪৭। নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. ফাইবার অপটিক ক্যাবল খ. মডেম গ. সুইচ ঘ. গেটওয়ে
উত্তরঃ ঘ. গেটওয়ে
৪৮। কোন রঙের আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে ভাল হয়?
ক. নীল খ. সবুজ গ. হলুদ ঘ. বেগুনী
উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর লাল আলোতে)
৪৯। কোনটি আউটপুট ডিভাইস?
ক. কিবোর্ড খ. প্রিন্টার গ. ওসিআর ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ. প্রিন্টার
৫০। মানবদেহে অত্যাবশ্যকীয় এমাইনো এসিড কয়টি?
ক. ৬ টি খ. ৭ টি গ. ৮ টি ঘ. ৯ টি
উত্তরঃ ঘ. ৯ টি
৫১। নিচের কোনটি বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম নয়?
ক. Linux খ. MS DOS গ. Unix ঘ. Windows
উত্তরঃ ঘ. Windows
৫২। আলোর কোন ঘটনাটি মরীচিকা সৃষ্টির পিছনে কাজ করে?
ক. প্রতিফলন খ. বিক্ষেপণ
গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘ. প্রতিসরণ
উত্তরঃ গ. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৫৩। ড্যাটাবেইজ ল্যাঙ্গুয়েজের উদাহরণ-
ক. XQuery খ. OQL গ. LINQ ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ. সবগুলোই
৫৪। কোন মৌলটি রাসায়নিক বিক্রিয়ায় বিজারক হিসেবে কাজ করে?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন গ. ক্লোরিন ঘ. ব্রোমিন
উত্তরঃ ক. হাইড্রোজেন
৫৫। কোন গেইটের দুইটি ইনপুট সমান না হলে আউটপুট ১ হয়, অন্যথায় আউটপুট ০ হয়।
ক. AND খ. NOR গ. EX-OR ঘ. OR
উত্তরঃ গ. EX-OR
৫৬। করোনার কোন ভ্যারিয়েন্ট ওমিক্রন নামে পরিচিত?
ক. B.1.1.7 খ. B.1.351 গ. B.1.1.529 ঘ. B.1.617.2
উত্তরঃ গ. B.1.1.529
৫৭। সাধারণ ট্রানজিস্টর কী হিসেবে কাজ করে?
ক. পরিবাহী হিসেবে খ. স্পন্দক হিসেবে
গ. ফিল্টারিং হিসেবে ঘ. বিবর্ধক হিসেবে
উত্তরঃ ঘ. বিবর্ধক হিসেবে
৫৮। নিচের কোনটি অক্টাল নাম্বার?
ক. 368 খ. 1001 গ. 963 ঘ. 15A
উত্তরঃ খ. 1001
৫৯। উড়োজাহাজের গতি নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার হয়?
উ. ওডোমিটার খ. ক্রনোমিটার
গ. ট্যাকোমিটার ঘ. ক্রেসকোমিটার
উত্তরঃ খ. ক্রনোমিটার
৬০। বুলিয়ান যোগের জন্য কোনটি সত্য নয়?
ক. 0 + 0 = 0 খ. 1 + 1 = 1 গ. 1 + 0 = 1 ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ. কোনটিই নয়
বাংলা অংশ সমাধানঃ
৬১। ‘মাল্যবান’ উপন্যাসের রচয়িতা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খ. জীবনানন্দ দাশ
গ. মানিক বন্দোপাধ্যায় ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ. জীবনানন্দ দাশ
৬২। ‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
ক. কাণ্ডজ্ঞানহীন খ. নির্বোধ গ. নিরেট মুর্খ ঘ. নিষ্ক্রিয় দর্শক
উত্তরঃ ঘ. নিষ্ক্রিয় দর্শক
৬৩। এখন গোল্লায় যাও – বাক্যটিতে কোন ধরণের ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে?
ক. যৌগিক ক্রিয়া খ. মিশ্র ক্রিয়া গ. দ্বিকর্মক ক্রিয়া ঘ. নামধাতু
উত্তরঃ খ. মিশ্র ক্রিয়া
৬৪। চিড়িয়াখানা শব্দটি কোন দুটি ভাষার শব্দের সংমিশ্রণ?
ক. তুর্কি ও ফারসি খ. হিন্দি ও তুর্কি গ. ফারসি ও বাংলা ঘ. হিন্দি ও ফারসি
উত্তরঃ ঘ. হিন্দি ও ফারসি
৬৫। ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয়া হয় কোন প্রতিষ্ঠান থেকে?
ক. হিন্দু কলেজ খ. সংস্কৃত কলেজ
গ. ফোর্ট উইলিয়াম কলেজ ঘ. স্কটিশ চার্চ কলেজ
উত্তরঃ খ. সংস্কৃত কলেজ
৬৬। কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়?
ক. পাতালপুরী খ. গ্রহের ফের গ. বিদ্যাপতি ঘ. চৌরঙ্গী
উত্তরঃ গ. বিদ্যাপতি
৬৭। ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ কার আত্মকথামূলক রচনা?
ক. জসীমউদ্দীন খ. রবীন্দ্রনাথ ঠাকুর গ. মৃণালিনী ঘ. শওকত ওসমান
উত্তরঃ ক. জসীমউদ্দীন
৬৮। নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. পরোপকার মানুষত্বের পরিচায়ক খ. আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা করা উচিত নয়
গ. দীনতা প্রশংসনীয় নয় ঘ. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
উত্তরঃ গ. দীনতা প্রশংসনীয় নয়
৬৯। পঞ্চত্বপ্রাপ্তি বলতে কী বোঝায়?
ক. বিবাহ খ. মৃত্যু গ. অনুগ্রহ ঘ. পুত্র লাভ
উত্তরঃ খ. মৃত্যু
৭০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
ক. জোছনা ও জননীর গল্প খ. জনক ও জননীর গল্প
গ. নেকড়ে অরণ্য ঘ. যে অরণ্যে আলো নেই
উত্তরঃ খ. জনক ও জননীর গল্প
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
৭১। ন্যাশনাল গার্ড কোন দেশের নিরাপত্তা বাহিনী?
ক. হংকং খ. ভ্যাটিকন সিটি গ. ইরান ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ. যুক্তরাষ্ট্র
৭২। আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে গঠিত পর্বত কোনটি?
ক. ব্ল্যাক ফরেস্ট খ. হেনরি গ. কিলিমানজারো ঘ. রকি
উত্তরঃ গ. কিলিমানজারো
৭৩। সম্প্রতি কোন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন?
ক. ফাহিমা ইয়াসমিন খ. আমিরা হক গ. রাবাব ফাতিমা ঘ. আনোয়ার উল করিম
উত্তরঃ গ. রাবাব ফাতিমা
৭৪। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোনটি?
ক. জাগ্রত চৌরঙ্গী খ. অপরাজেয় বাংলা গ. সংসপ্তক ঘ. সাবাশ বাংলাদেশ
উত্তরঃ ক. জাগ্রত চৌরঙ্গী [এটি ১৯৭৩ সালে নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটিই প্রথম ভাস্কর্য।]
৭৫। সর্বশেষ কোন দেশে বিমান যাত্রী পরিবহন শুরু করে?
ক. কানাডা খ. চীন গ. আরব আমিরাত ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ক. কানাডা
৭৬। বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP তে অন্তর্ভুক্ত এশিয়ার দেশ কয়টি?
ক. ১০ টি খ. ১২টি গ. ১৩ টি ঘ. ১৫টি
উত্তরঃ গ. ১৩ টি
৭৭। ১৫তম এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
ক. আফগানিস্তান খ. ভারত গ. পাকিস্তান ঘ. সংযুক্ত আরব আমিরাত
উত্তরঃ ঘ. সংযুক্ত আরব আমিরাত
৭৮। কোন ক্ষেত্রে অবদানের জন্য শান্তিতে সর্বশেষ নোবেল পুরস্কার প্রদান করা হয়?
ক. জলবায়ু পরিবর্তন খ. পারমাণবিক শক্তির ব্যবহার
গ. মতপ্রকাশের স্বাধীনতা ঘ. শরণার্থীদের সুরক্ষা
উত্তরঃ গ. মতপ্রকাশের স্বাধীনতা
৭৯। ষষ্ঠ জনশুমারি ও গৃহগননা ২০২২ মোতাবেক বাংলাদেশের মোট স্বাক্ষরতার হার কত?
ক. ৭১.৫৬% খ. ৭২.৮২% গ. ৭৪.৬৬% ঘ. ৭৬.৫৬%
উত্তরঃ গ. ৭৪.৬৬%
৮০। রাশিয়া ও ইউক্রেনের নিরাপদ শস্য রপ্তানি চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ?
ক. ইউরোপীয় ইউনিয়ন খ. সৌদি আরব গ. বেলারুশ ঘ. তুরস্ক
উত্তরঃ ঘ. তুরস্ক