ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
পদের নাম: অফিস সহায়ক
সময় ১ ঘণ্টা তারিখ: ০৫-০৮-২০২২ পূর্ণমাণ: ৪০
বাংলা অংশের সমাধানঃ
১। প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন:
ক. কর্তব্য = √কৃ + তব্য
খ. চারিত্রিক = চরিত্র + ইক
২। সন্ধি বিচ্ছেদ করুন:
ক. স্বল্প =সু + অল্প
খ. তন্মদ্ধে = তদ্+মধ্যে
৩। অর্থসহ বাগধারা দিয়ে বাক্য লিখুন:
ক. ইঁচড়ে পাকা = অকালপক্ব (সমাজে ইঁচড়ে পাকা ছেলেমেয়ের অভাব নেই)
খ. জগাখিচুড়ি = বিশৃঙ্খলা (সুমন কাজের কাজ করতে পারেনা শুধু জগাখিচুড়ি বাঁধায়)
৪। নিম্নের শব্দ জোড় এর অর্থ লিখুন:
ক. ডোল = ধান-চাল প্রভৃতি শস্য রাখার উপযোগী বাঁশের চটা নল বা হোগলা প্রভৃতি দিয়ে তৈরি বৃহৎ পাত্র।
ঢোল = কাঠের খোলের দুইপ্রান্ত চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ
খ. বা= অথবা
বাঁ = বাম
৫। বিপরীত শব্দ লিখুন:
ক. হাল = সাবেক
খ. সমস্ত = কিছু
ইংরেজি অংশের সমাধানঃ
৬। Make the sentence of the following phrases with meaning:
(i) A black Sheep = কুলাঙ্গার (Rasel is the black sheep in the family)
(ii) By dint of = সাহায্যে (Jakiya succeeded by dint of hard work)
৭। Use the right form of verbs:
(i) No sooner had he (see) the police than he (run). Ans: No sooner had he seen the police than he ran.
(ii) Would that I (go) to college? Ans: Would that I could go to college?
৮। Use the appropriate preposition:
(a) The Eiffel Tower was named ___ Gustave Eiffel. Ans: after
(b) I left Gazipur ___ Dhaka by bus at 12 O’clock. Ans: for
৯। Transform the following sentences as directed:
(a) Karim was only twenty two. (Make it negative). Ans: Karim was not more than twenty two.
(b) How beautiful the bird is! (Make it assertive) Ans: It is a very nice bird.
১০। Change the voice of the following:
(a) He read the book yesterday. Ans: The book was read by him yesterday.
(b) I shall do the work. Ans: The work will be done by me.
গণিত অংশের সমাধানঃ
১১। উৎপাদকে বিশ্লেষণ করুন: 3x² – 16x – 12 উত্তর: (3x+2)(x−6)
১২। x + 1/x = 2 হলে x³+1/x³ = ? উত্তর: 2
১৩। সংজ্ঞা লিখুন:
- i) রম্বস = যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- ii) জ্যা = কোনো বৃত্তের বক্ররেখার যেকোনো দুটি বিন্দু কে কোনো সরলরেখা দ্বারা যুক্ত করা হলে যে রেখাংশ টি পাওয়া যায় তাকে জ্যা বলা হয়।
১৪। কোন আসল ৩ বছরে মুনফা আসলে ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনফা আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনফার হার কত?
উত্তর: আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫%
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৫। ক) মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
উত্তরঃ ১০ নং সেক্টর
খ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধীতা করেছিলো নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও চীন
গ) বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ আব্দুল হামিদ (২১তম)
ঘ) পদ্মা সেতু কোন কোন জেলার সাথে মিলিত হয়েছে?
উত্তরঃ মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর
ঙ) বাংলাদেশের ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক কে?
উত্তরঃ তামিম ইকবাল
চ) ভুটানের রাজধানী ও মুদ্রার নাম লিখুন।
উত্তরঃ থিম্পু ও গুলট্রাম
ছ) IMF এর পূর্ণরুপ লিখুন।
উত্তরঃ International Monetary Fund
জ) করোনা টিকার দুটি ভ্যাকসিনের নাম লিখুন।
উত্তরঃ ফাইজার-বায়োএনটেক এবং কোভিশিল্ড
ঝ) মুক্তিযুদ্ধে বীরত্ব পদক কয়টি ও কি কি?
উত্তরঃ মুক্তিযুদ্ধে বীরত্ব পদক ৪টি। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক
ঞ) বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি?
উত্তরঃ বাংলাদেশ সংবিধানের মূলনীতি ৪ টি। যথাঃ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।