আজকের ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান
ঔষধ প্রশাসন অধিদপ্তর
পদের নাম: অফিস সহায়ক
সময়: ৬০ মিনিট পরীক্ষার তারিখ: ১৩-০৫-২২ পুর্নমান: ৭০
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
১। বাংলা সাহিত্যের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. ঢেন্ডন পা গ. লুইপা ঘ. ভুষুক্ষুপা উত্তরঃ (গ) লুইপা
২। মাঝি, আমাশয়, বালতি – এগুলো কেনা ভাষা থেকে এসছে?
ক. পর্তুগিজ খ. গ. ঘ. উত্তরঃ (ক) পর্তুগিজ
৩। ‘নন্দিত’’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. বিষগ্ন খ. বিষাদ গ. নির্যিত ঘ. নিন্দিত
উত্তরঃ (ঘ) নিন্দিত
৪। ‘গগন’ শব্দের অর্থ কী?
ক. মেঘ খ. আকাশ গ. হীরক ঘ. বাতাস উত্তরঃ (খ) আকাশ
৫। রবিন্দ্রন্থাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কারে ভূষিত হন।
ক. ১৯১০ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯১২ সালে ঘ. ১৯১৩ সালে উত্তরঃ (ঘ) ১৯১৩
৬। স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
ক. সৈয়দ নজরুল ইসলাম
খ. শেখ মুজিবুর রহমান
গ. তাজউদ্দীন আহমেদ
ঘ. এম মনুসর আলী
উত্তরঃ (খ) শেখ মুজিবুর রহমান
৭। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
ক. মিশ্র ভাষা খ. সাধু ভাষা
গ. চলিত ভাষা ঘ. উপভাষা
উত্তরঃ (ঘ) উপভাষা
৮। কোন বানানটি শুদ্ধ?
ক. নিশীথ খ. নিশিথ
গ. ত্রীশিথ ঘ. নীশীত
উত্তরঃ (ক) নিশীথ
৯। ‘যে নারী প্রিয় কথা বলে’ এক কথায় প্রকাশ হবে-
ক. সূমালিনী খ. সুবক্ত
গ. প্রিয়ংবদা ঘ. লীমাত
উত্তরঃ (গ) প্রিয়ংবদা
১০। চকলেট কোন দেশের শব্দ?
ক. অস্ট্রোলিয়া খ. ইরানি
গ. জার্মানি ঘ. মেক্সিকো উত্তর: (ঘ)মেক্সিকো
সম্পূর্ণ সমাধান ও সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুনঃ Android App: Jobs Exam Alert
সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ
পরীক্ষার সময়সূচী ও এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।