প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের কার্ট মার্ক কত ছিল?? কোটার প্রয়োগ হয়েছে কি!! বিস্তারিত আলোচনা করা হবে এই পোস্টে ।
প্রথম ধাপের কার্ট মার্ক কত ছিল??
স্বাভাবিক ভাবেই কার্ট মার্ক কত ছিল বলা কঠিন!! জেলা ভিত্তিতে এবং পদ শূন্যের ভিত্তিতে কার্ট মার্ক নির্ধারণ হয়ে থাকে। তবে গড় কার্ট মার্ক কেমন ছিল তার একটা অনলাইন জরিপ থেকে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি।
প্রায় ৫০০ জন নির্বাচিত পার্থীদের অনলাইন জরিপ থেকে দেখে যায়ঃ
কার্ট মার্ক বেশির ভাগ ক্ষেত্রে ৫৫+ ছিল , তবে অনেক জায়গায় কার্ট মার্ক ৫০+ ও ছিল । যেহেতু অনলাইন জরিপ তাই আমরা ভাল ফলাফল বের করার জন্য ৫০০ জনের মধ্যে থেকে ৫০% পরীক্ষার্থীদের জরিপ কে গ্রহণ করতে পারি। সেই ক্ষেত্রেও কার্ট মার্ক ৫৫ এরমত ছিল।
প্রথম ধাপে মোট উত্তীর্ণ ৪০,৮৬২ জন ।
জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন থেকে প্রথম ধাপের পরীক্ষার কমন বিশ্লেষনঃ
গণিত মোট ৩৭ পৃষ্ঠা থেকে কমনঃ-৫৫%
ইংরেজি মোট ৩৭ পৃষ্ঠা থেকে কমনঃ ৫৫%
ব্যাকরণ মোট ৩৬ পৃষ্ঠা থেকে কমনঃ ৫০%
সাধারণ জ্ঞান মোট ৪৫ পৃষ্ঠা থেকে কমনঃ ৩০%
বইটি তৈরি করা হয়েছে শেষ সময়ের রিভিশনের জন্য। যাতে শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দেওয়া যায়।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের শর্ট সাজেশনঃ
গণিত শর্ট সাজেশন: Click Here
ইংরেজি শর্ট সাজেশন: Click Here
চাকরির পরীক্ষায় কোটা নির্বাচন পদ্ধতিঃ
কোটায় নির্বাচন পদ্ধতি এখন পর্যন্ত এই বিষয়ে অনেকে অজানা। কোটা MCQ পরীক্ষা থেকে প্রয়োগ হয়? না প্রয়োগ হয়না।
কারণঃ
১। ওএমআর শীট ভাল করে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন এখানে কোটার জন্য আলাদা করার কোন সুযোগ নাই। এখানে পোষ্য কোটার ঘর নাই, বিজ্ঞান কোটার ঘর নাই। তাই আমরা বলতেই পারি MCQ পরীক্ষায় কোটার প্রয়োগ হয়না।
২। শ্রেণি-কোটায় নির্বাচনযোগ্য প্রার্থী না পাওয়ায় শূন্যপদসমূহ সাধারণ প্রার্থীদের দ্বারা নারী-পুরুষ নির্বিশেষে মেধাক্রম অনুসারে পূরণ করতে হবে। যদি MCQ পরীক্ষায় কোটার প্রয়োগ হয় তাহলে আগেই যারা বাদ পরে যাচ্ছে তাদের আবার ফিরিয়ে নিয়ে এসে মেধাক্রম অনুসারে পূরণ করা সম্ভব হবে না।
৩। MCQ পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়ে থাকে জেলা অনুযায়ী এবং নিয়োগ হয়ে থাকে উপজেলা অনুযায়ী। যদি MCQ পরীক্ষায় কোটার প্রয়োগ করতো তাহলে ওএমআর শীট এর মধ্যে উপেজেলার নাম থাকত। এবং ওএমআর শীট আলাদা করত।
৪। MCQ পরীক্ষায় নির্বাচিত হলেই মেধাক্রম অনুসারে শুরু হবে। তার আগে কোন মেধাক্রম নাই যে মেধাক্রম অনুযায়ী নির্বাচিত করবে।