দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

প্রাইমারির ১ম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

প্রাইমারির ১ম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

আজকের প্রাইমারীর ১ম ধাপের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

সময়: ৬০ মিনিট                                                 পরীক্ষার তারিখ: ২৪-০৪-২০২২                                                                                         পূর্ণমান: ৮০

 

গণিত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণঃ

২০ মার্কের মধ্যে

পাটিগণিত থেকে কমনঃ ১২ টা

বীজগণিত থেকে কমনঃ  ৩টা

জ্যামিতি ও পরিমিতি থেকে কমনঃ ৪টা

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের গণিত শর্ট সাজেশন অংশঃ ৩৭ পৃষ্ঠার থেকে কমন এসেছে পাটিগণিত ৮টা বীজগণিত ৩টা = ১১টা

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

(ক) 10             (খ) 15              (গ) 20              (ঘ) 12

উত্তরঃ ১০

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৫৮  প্রশ্ন- ৩৩

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

(ক) ৭               (খ) ৫০             (গ) ৫১             (ঘ) ৬০

উত্তরঃ ৫১

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

(ক) 6   (খ) 3    (গ) 4    (ঘ) 5

উত্তরঃ ৫

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৬১ প্রশ্ন ৪

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

(ক) ৫০                        (খ) ৬০             (গ) ৭০             (ঘ) ৮০

উত্তরঃ ৬০

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৩০  অনুরূপ

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

(ক) .০১                        (খ) ১                (গ) .২              (ঘ) .১

উত্তরঃ .০১

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১২৭   অনুরূপ

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

(ক) ৮৮৯৮       (খ) ৯৮৯৯        (গ) ৯৯৯৯        (ঘ) ৯১৯৯

উত্তরঃ  ৯৮৯৯

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১২৭   অনুরূপ

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

(ক) ১৯৬          (খ) ৯৮             (গ) ৯৬            (ঘ) ১৯২

উত্তরঃ ৯৮

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৭২০          (খ) ১২০০         (গ) ৫০০          (ঘ) ৬০০

উত্তরঃ ৫০০

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

(ক) ৩১             (খ) ৩৯             (গ) ৭১             (ঘ) ৪১

উত্তরঃ ৩১

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের  পৃষ্ঠা- ১৩২ অনুরূপ

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ  ১০ ও ১৬

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৪৮ প্রশ্ন  নিয়ম ৮

৩১। x+y=12 এবং xy=2 হলে xy এর মান কত?

(ক) ৪৫ (খ) ৩০ (গ) ৪০ (ঘ) ৩৫

উত্তর: ৩৫ 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৫৯  

৩৫। প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল কত?

(ক) ৮১ (খ) ১০০০ (গ) ১০৯ (ঘ) ১০০

উত্তর: ১০০

৪৭। ৮, ১১, ১৭, ২৯, ৫৩, —- পরবর্তী সংখ্যাটি কত?

(ক) ৫৯  (খ) ১০১   (গ) ৭৫  (ঘ) ১০২

উত্তর: ১০১

৪৮। একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর হলে বাগানটির পরিসীমা কত?

(ক) ২০০ মিটার   (খ) ৫০০ মিটার   (গ) ৪০০ মিটার  (ঘ) ৩০০ মিটার

উত্তর: ৪০০

৫৩। একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

(ক) ৫৫৫০       (খ) ৪৭৫০        (গ) ৫০০০        (ঘ) ৫২৫০

উত্তর: ৫০০০

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১৩৭ নিয়ম-৪  

৫৪। রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট ১৮০ নম্বর পেয়েছে। ইংরেজি অপেক্ষা গণিতে ১৪ নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে?

(ক) ৯৭ (খ) ৮৩ (গ) ৮৭ (ঘ) ৯৩

উত্তর: ৯

৫৬। ০৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে বড় হতে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?

(ক) কোনটিই নয় (খ) ৫৬         (গ) ৬০ (ঘ) ৩২

উত্তর: () ৩২

জব’স পাসওয়ার্ড পৃষ্ঠা-১৫৯ অনুরূপ

৫৯। x>y এবং z<0 হলে নিচের কোনটি সঠিক?

(ক) z/x<z/y      (খ) xz<yz        (গ) xz>yz        (ঘ) x/z>y/z

উত্তর: () xz<yz

৭০। একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বা ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২১ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

(ক) ২১ মিটার (খ) ৫৬ মিটার (গ) ৭ মিটার (ঘ) ১৪ মিটার

উত্তর:  () ১৪ মিটার

৮০। নিচের কোনটি মৌলিক সংখ্যা?

(ক) ৯ (খ) ৮ (গ) ৪ (ঘ) ২

উত্তর: ()

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১২৭

ব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন থেকে প্রথম ধাপের পরীক্ষার কমন বিশ্লেষনঃ 

গণিত মোট ৩৭ পৃষ্ঠা থেকে কমনঃ-৫৫% 

ইংরেজি মোট ৩৭ পৃষ্ঠা থেকে কমনঃ ৫৫% 

ব্যাকরণ মোট ৩৬ পৃষ্ঠা থেকে কমনঃ  ৫০% 

সাধারণ জ্ঞান মোট ৪৫ পৃষ্ঠা থেকে কমনঃ ৩০%

বইটি তৈরি করা হয়েছে শেষ সময়ের রিভিশনের জন্য। যাতে শেষ ১০ দিনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রিভিশন দেওয়া যায়। 

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় এবং তৃতীয় ধাপের শর্ট সাজেশনঃ 

গণিত শর্ট সাজেশন: Click Here

ইংরেজি শর্ট সাজেশন: Click Here

ইংরেজি বিশ্লেষণঃ

২০ মার্ক ইংরেজি থেকে

২০ মার্কের মধ্যে ইংরজি কোন অধ্যায় থেকে কত মার্ক কমন এসেছে।

Tense– 1 , noun-2,    spelling- 2 , idioms and phrases-4  , Verb-2 , Degree -1 , CORRECTION-01 , Preposition-2  , Fill in the Blanks -4

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের ইংরেজি শর্ট সাজেশন অংশঃ ৩৭ পৃষ্ঠা থেকে কমন এসেছে =১১টি প্রশ্ন

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের ইংরেজি শর্ট সাজেশন ছিলঃ

১। If the price is low, demand ___

(ক) will be increased (খ) will increase

(গ) is increased         (ঘ) would be increased

উত্তর: (খ) will increase

ব্যাখ্যা: 1st Conditional এর নিয়মানুযায়ী if এর পরে Present Indefinite Tense হলে if এর পরে Future Indefinite (will + Verb এর base form) হবে।

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা-১২  নিয়ম-১০  

৫। There is ___ milk in the bottle.

(ক) very little  (খ) small        (গ) very few    (ঘ) a little

উত্তর: (ঘ) a little

ব্যাখ্যা: এখানে ‘milk’ Uncountable noun হওয়ায় এর আগে শূণ্যস্থানে Uncountable Determiner হিসেবে a little বসবে।

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা-১২৫  নিয়ম-১৯

১০। What is an epic?

(ক) a novel                        (খ) a long poem

(গ) a long prose composition (ঘ) a romance

উত্তর: (খ) a long poem

ব্যাখ্যা: Epic এর বাংলা অর্থ মহাকাব্য বা দীর্ঘ কবিতা যা সাধারণত বীরত্বপূর্ণ বা কিংবদন্তী ব্যক্তিত্বের ক্রিয়াকলাপ এবং দুঃসাহসিকতা বা একটি জাতির ইতিহাস বর্ণনা করে।

২৩। “To break the ice” means,

(ক) to end the hostility (খ) to end up partnership you

(গ) to start quarreling (ঘ) to start a conversation

উত্তর: (ঘ) to start a conversation

ব্যাখ্যা: এখানে ‘To break the ice’ Idiom টির বাংলা অর্থ কথোপকথন বা আলাপচারিতা শুরু করা। 

২৮।The correct spelling is ——–

(ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment

উত্তর: (ক) Assignment

ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে  সঠিক বানান হলো Assignment.

৩৮। Agomoni School is one of the best in the city.

(ক) school (খ) schools (গ) of It (ঘ) high school

উত্তর: (খ) schools

ব্যাখ্যা: One of এর পরে the+ Superlative (Adjective) Degree এবং এর পরে Noun এর Plural form বসে। 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা-৯১   নিয়ম-১৭

৪০। The Principal will —– the answer scripts.

(ক) look into (খ) look over (গ) look for (ঘ) look at

উত্তর: (খ) look over

ব্যাখ্যা: ‘Look over’ Group Verb / Phrasal Verb টির অর্থ examine বা পরীক্ষা করা।

জব’স পাসওয়ার্ড পৃষ্ঠা-452

৪৪। I look forward to

(ক) have heard from you soon. (খ) see you soon.

(গ) hear for you soon. (ঘ) hearing from you soon.

উত্তর: (ঘ) hearing from you soon. 

ব্যাখ্যা: ‘Look forward to’ এর বাংলা অর্থ আগ্রহ সহকারে প্রতীক্ষা করা এবং Look forward to এর পরে  Verb এর সাথে ing যোগ হয়। 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা-১২৪  নিয়ম-১৬

৪৫।  I water the plants. The word ‘water’ is used as

(ক) Verb (খ) Adverb (গ) Noun (ঘ) Pronoun

উত্তর: (ক) Verb 

ব্যাখ্যা: এখানে Water শব্দটি Subject ‘I’ এর পরে থাকায় এটি Verb হিসেবে কাজ করবে। তাছাড়া Water শব্দটি অর্থগতভাবেও Verb এর অর্থ দেয়। 

৪৬।  Are you doing anything special – the weekend?

(ক) by (খ) in (গ) at (ঘ) on

উত্তর: (গ) at

ব্যাখ্যা: সুনির্দিষ্ট সময়ের পূর্বে / একদম ঠিক সময়ের পূর্বে Preposition হিসেবে ‍at বসে। এছাড়া  weekend, dawn, noon ইত্যাদি সময়বাচক শব্দের পূর্বে at বসে।

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের 

পৃষ্ঠা- ১০৬ নিয়ম-০৪    

৪৯। ‘Once in a blue moon’ means-

(ক) hourly      (খ) always      (গ) very rarely          (ঘ) nearly

উত্তর: (গ) very rarely       

ব্যাখ্যা: ‘Once in a blue moon’ Idiom টির বাংলা অর্থ কালেভদ্রে, কদাচিৎ যার ইংরেজি হলো very rarely.

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা-১১৮

৫৫। He came to Dhaka with a view to — a new place.

(ক) watch       (খ) Look        (গ) visit         (ঘ) visiting

উত্তর: (ঘ) visiting

ব্যাখ্যা: ‘with a view to’ এর অর্থ উদ্দেশ্যে এবং এর পরে যে Verb বসবে তার সাথে ing যোগ হয়। কিছু কিছু ব্যতিক্রমী to আছে যার পরে Verb+ing বসে। যেমন: with a view to, look forward to, addicted to, etc. 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১২৪ নিয়ম-১৬   

৫৭। Which of the following is the correct sentence?

(ক) He has said which is right.

(খ) What has he said is right.

(গ) What he has said is right.

(ঘ) He has said that what is right.

উত্তর: (গ) What he has said is right.

ব্যাখ্যা: এখানে ‘What he has said’ একটি Subordinate Clause যা Subject হিসেবে বসে  Noun Clause এর কাজ করে। আর যদি কোন Clause বাক্যে Subject হিসেবে বসে, তাহলে ঐ Sentence এর Verb Singular হয়। 

৫৮। “Leave no stone unturned” means-

(ক) try every possible means  (খ) heavy stone

(গ) rare stone                     (ঘ) impossible

উত্তর: (ক) try every possible means

ব্যাখ্যা: ‘Leave no stone unturned’ এর অর্থ চেষ্টার কোন ত্রুটি না করা।

৬০। Choose the correct spelling—-

(ক) Achievment          (খ) Acheivment           (গ) Achievement        (ঘ) Achevement

উত্তর: () Achievement

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১১৯

৬১। Remove শব্দটির Noun-

(ক) Remove (খ) Removal (গ) Re-movement (ঘ) Removing

উত্তর: (খ) Removal

ব্যাখ্যা: এখানে ‘Remove’ Verb এর পরে Suffix ‘al’ যুক্ত হয়ে Noun ‘Removal’ (Remove+al= Removal) হয়েছে।

৬৩। If I ——- you, I would not have done this.

(ক) are (খ) was (গ) am (ঘ) were

উত্তর: (ঘ) were 

ব্যাখ্যা: If এর পরে অবাস্তব কল্পনা অর্থে Be Verb হিসেবে  ‘were’ বসে। আর If Clause এ were বসলে পরবর্তী Clause এ would+V1 অথবা would have+V3 বসে। 

জব’স পাসওয়ার্ড পৃষ্ঠা-৪৪১ নিয়ম ২২

৬৫। কালবৈশাখীর ইংরেজি-

(ক) Dark Westerlies (খ) West Westerlles

(গ) North Westerlies (ঘ) Black Westerlics

উত্তর: (গ) North Westerlies

ব্যাখ্যা: কালবৈশাখীর ইংরেজি প্রতিশব্দ হলো North Westerlies বা সংক্ষেপে Nor’ Westerly.

৭১। Choose the correctly spelt word ——

(ক) Buro (খ) Beauro (গ) Bureau (ঘ) Burough

উত্তর: (গ) Bureau

ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক বানান হলো Bureau যার বাংলা অর্থ হলো দপ্তর, বিভাগ, কার্যালয়।

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১২০- Bureaucracy, জব’স পাসওয়ার্ড পৃষ্ঠা-৩৮৩

৭৭। Change the voice: “Where did you see him?”

(ক) Where he was seen by you? (খ) Where was he seen by you?

(গ) Where did he seen by you? (ঘ) Where was he see by you?

উত্তর: (খ) Where was he seen by you? 

ব্যাখ্যা: Past Indefinite Tense এর WH word যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তর করতে হলে প্রথমে WH word বসে+ Tense অনুযায়ী Auxiliary Verb+ Object টির Subjective form+ মূল Verb এর Past Participle form (V3)+ by+ Subject টির Objective form বসে। 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ৯৪

৭৯। Learn the poem ——- heart.

(ক) by (খ) within (গ) in (ঘ) with

উত্তর: (ক) by

ব্যাখ্যা: ‘Learn something by heart’ Idiom টির অর্থ মুখস্থ করা / আত্মস্থ করা। 

জব’স পাসওয়ার্ড এর প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার শর্ট সাজেশন ও মডেল টেস্ট বইয়ের পৃষ্ঠা- ১১৮(Learn something by heart – memorize, use only memory (মুখস্থ করা, আত্মস্থ করা) )  

অন্য অংশের কাজ চলছে… 

সম্পূর্ণ সমাধান দেখুন নিচেঃ 

 

 

পরীক্ষার সময়সূচী এডমিট কার্ড প্রকাশের তারিখঃ এডমিট কার্ড প্রকাশ সহ চাকরির পরীক্ষার সময়সূচী জানার জন্য আপনি মোবাইল Jobs Exam Alert অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি সকল চাকরির তথ্য সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ।