Asian Development Bank
Sills for Employment Investment Program
সরকারি খরচে প্রশিক্ষণ নিন, এগ্রো ফুড সেক্টরে কর্মজীবন গড়ন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের অধীনে Skills For Employment Investment Program (SEIP) এর আওতায় Bangladesh Agro Processors’ Association (BAPA) এর তত্ত্বাবধানে Agro Food Processing সেক্টর এ দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সম্পূর্ণ বিনামুল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের উপযােগী করে গড়ে তােলার লক্ষ্যে (১) বেকিং টেকনিশিয়ান, (২) ফুড প্রসেসিং, (৩) প্যাকেজিং টেকনিশিয়ান, (৪) কোয়ালিটি কন্ট্রোল ও (৫) সেলস এন্ড মার্কেটিং এই ০৫ টি বিষয়ের উপর পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনের জন্য বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বর্ণিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের ভর্তির জন্য আবেদন পত্র আহবান করা যাচ্ছে। | প্রশিক্ষণ প্রদানকারী কেন্দ্রসমূহের নামের তালিকা বিজ্ঞপ্তিতে দেখুন:
প্রশিক্ষণের মেয়াদকাল তিন মাস, সপ্তাহে ০৫ দিন দৈনিক ০৪ ঘণ্টা।
প্রশিক্ষণ শেষে সাফল্যের সাথে উত্তীর্নদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ভর্তি সংক্রান্ত সাধারণ তথ্যাবলি :
১। প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ।
২। প্রশিক্ষণার্থীর বয়স ১৮ থেকে ৩৫ বছর (পুরুষ ও মহিলা)।
৩। প্রশিক্ষণ কোর্স সমূহ CBT&A (Competency Based Training & Assessment) পদ্ধত্রি অনুসরণে পরিচালিত হবে।
৪। প্রশিক্ষণ শেষে ন্যূনতম ৮০% (আশি ভাগ) উপস্থিতি সাপেক্ষে দৈনিক ১০০ টাকা করে মােট ৬০০০ টাকা যাতায়াত ভাতা এবং দৈনিক নাস্তা খরচ বাবদ ৫০ টাকা করে মােট ৩০০০ টাকা প্রদান করা হবে।
৫। আবেদনপত্রের সাথে ০২ কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, ইউনিয়ন পরিষদের চেয়ারমেন/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
৬। আবেদনকারীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন ও ভর্তি করা হবে, এক্ষেত্রে সুবিধা বঞ্চিত, নৃ-তাত্ত্বিক জনগষ্ঠি, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
৭। প্রশিক্ষণ শেষে দক্ষতা মূল্যায়ণ (Assessment) এর মাধ্যমে যােগ্য (Competent) প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
৮। উৰ্ত্তীন প্রশিক্ষণার্থীদের বিভিন্ন এগ্রো ফুড সেক্টরে চাকুরী প্রদান করা হবে।
৯। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে যােগাযােগ করার জন্য অনুরােধ জানানাে হল।
প্রধান কার্যালয়ঃ নাভানা নিউবেরি প্লেস (৭ম তলা) ৪/১/এ সােবাহানবাগ, ধানমণ্ডি, ঢাকা-১২০৫; প্রজেক্ট অফিসঃ বাড়ি ২/১৬, ব্লক বি, লালমাটিয়া, মােহাম্মদপুর, ঢাকা-১২০৭। ফোনঃ ০২৫৫০০৮০৮৮, মােবাইলঃ ০১৬১৭২৭০৪৭০