Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

৫ উইকেট খালেদের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

এবার দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিলেন বাংলাদেশের পেশার খালেদ আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব ভালো বল করেছিলেন বাংলাদেশি এ পেশার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তেমন ভালো কিছু করতে পারেননি এই পেশার। তবে এবার আবার নিজের স্বরূপে জ্বলে উঠেছেন এই পেশার।

ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৫ উইকেট পেলেন খালেদ আহমেদ। ৩১.৩ ওভারে তিনটি মেডেনসহ ১০৬ রানে ৫ উইকেট শিকার করলেন এ ডান-হাতি পেসার।  ক্যারিয়ারে ৯ম টেস্টে এসে প্রথমবারের মত এক ইনিংসে নিলেন ৫ উইকেট। জেডেন সিলসকে নুরুল হাসানের ক্যাচ বানিয়ে কাঙিক্ষত ফাইফারের দেখা পান খালেদ।  এরপরই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৪০৮ রানে। ১৭৪ রানের লিড নেয় স্বাগতিকরা।

খালেদের এই সাফল্যে দারুণ উৎফুল্ল অধিনায়ক সাকিব আল হাসান। ফাইফারের নাম লেখার সঙ্গেই মাঠেই খালেদকে জড়িয়ে ধরেন অধিনায়ক। ড্রেসিংরুমেও আনন্দ প্রকাশের প্রাপ্তি ছিল এটাই। বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও ভূয়সী প্রশংসা করলেন খালেদের। উইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান কাইল মেয়ার্স খালেদের শিকার।  বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে দ্বিশতক হাঁকানো এ অলরাউন্ডারকে ১৫০ ছুঁতে দেননি খালেদ। ২০৮ বলে ১৪৬ রানে মেয়ার্সকে শরীফুলের ক্যাচ বানান খালেদ।