Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

২০২১ বাংলাদেশ টি-টোয়েন্টির সফলতম বছর

২০২১ সাল বাংলাদেশ টি- টোয়েনটির সফলতম বছর। সামনেই আসছে টি-টোয়েনটি বিশ্বকাপ। টি-টোয়েনটি বিশ্বকাপ এর আগে আরও ওনেকগুলো ম্যাচ সামনে থাকায় সাফল্যের সম্ভাবনা যেন উকি দিচ্ছে। এ বছর বাংলাদেশ টি-টোয়েনটির সফলতম বছর কারণ এ পর্যন্ত ১৩ টি ম্যাচের ৮ টি ই জিতেছে বাংলাদেশ।

২০২১ বর্ষে বাংলাদেশের সবচেয়ে বেশি টি ২০ জয়ের রেকর্ড এটাই। ২০১৬ সালে সাত জয় পেয়েছিল বাংলাদেশ। ওই বছর সাত জয় ছিল ১৬ ম্যাচ খেলে। ২০১৮ সালে ১৬ ম্যাচ খেলে জয় ছিল পাঁচটি।

এ বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে বাংলাদেল তিন ম্যাচের তিনটি ই হেরে যায়। আবার জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে জিতে আসেন টাইগাররা। এর পর ঘরের মাটিতে অট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪-১ এ জিতে নেয় বাংলাদেশ।

বর্তমান নিউজিল্যান্ড সিরিজে ২ টি ম্যাচের ২ টি জিতেছে টাইগাররা। দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেনআমি সব সময়ই বিশ্বাস করেছি, এই সংস্করণে আমরা ভালো দল। শুধু নিজেদের সামর্থ্য ও স্কিলে আস্থা রাখার বিশ্বাসটা দরকার, যেন বাংলাদেশকে কিছু জয় এনে দিতে পারি।