সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
১৮০ পদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ
পদের নামঃ হিসাব সহকারী
মৌখিক পরীক্ষার তারিখ: ০১-০৯-২০২১ থেকে ০৬-০৯-২০২১ পর্যন্ত
বিস্তারিত নিচেঃ
বিজ্ঞপ্তি এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে অবগত করা যাচ্ছে যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাজস্ব কাঠামােভুক্ত হিসাব সহকারীর (গ্রেড-১৬) ১৮০(একশত আশি)টি শূন্য পদে জনবল নিয়ােগের নিমিত্ত ইতােপূর্বে স্মারক নং-৪৬.০২.০০০০.০০১.১১.০০১.১৯, ৩৮৪৬, তারিখ: ১৩-০৬-২০২১খ্রিঃ মারফত স্থগিতকৃত নিম্নবর্ণিত রােল নম্বরধারী প্রার্থীগণের মৌখিক পরীক্ষা উল্লিখিত স্থান, তারিখ, দিন ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিঃদ্রঃ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্কালে ইতােপূর্বে চাহিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক সকল কাগজপত্রের অতিরিক্ত ১(এক) সেট সত্যায়িত ফটোকপি দাখিল করবেন এবং স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
(মোঃ আব্দুর রশীদ মিয়া)
তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন)
সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
ফোন: ৫৮১৫১৪১০
ই-মেইল: se.admin@lged.gov.bd অনুলিপি:
১। মাননীয় মন্ত্রী মহােদয়ের একান্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (মাননীয় মন্ত্রী মহােদয়ের সদয় জ্ঞাতার্থে)।
২। সিনিয়র সচিব মহােদয়ের একান্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (সিনিয়র সচিব মহােদয়ের সদয় জ্ঞাতার্থে)। অনুলিপি (জ্ঞাতার্থে ও কার্যার্থে);
৩। সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা । সচিব, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭। বিভাগীয় কমিশনার,………..বিভাগ ।
৪। অতিরিক্ত প্রধান প্রকৌশলী,……………….., এলজিইডি, সদর দপ্তর, ঢাকা। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, …… ………….বিভাগ, এলজিইডি,…..………….। ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক বাংলাদেশ লিমিটেড (দৃষ্টি আকর্ষণ: স্বাগতম কুমার সাহা, নির্বাহী, মার্কেটিং ও ভাস। তাঁকে
SMS-এর মাধ্যমে মৌখিক পরীক্ষা ২২-০৮-২০২১খ্রিঃ তারিখের মধ্যে গ্রহণের বিষয়টি অবহিতকরণের জন্য)।
৭। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি,… এলজিইডি, সদর দপ্তর, ঢাকা।
৮। সেকশন ইনচার্জ, এমআইএস সেকশন, এলজিইডি, সদর দপ্তর, ঢাকা (ওয়েবসাইটে প্রকাশের জন্য)।
E com-3-admin-ampftalAccounts Assistant Notice.doc/27