সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ১৪ তম শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। আগামীকাল ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম স্তাদেদে তে অনুষ্ঠিত ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রথমার্ধে দুই দলের কেউই কোনো গোল করতে পারেনি। প্রথমার্ধ ছিল গোলশূন্য।
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
২১তম মিনিটে সাদিও মানের দুর্দান্ত শট রুখে দেন রিয়ালের গোলরক্ষক থিবো কর্তোয়া। আর বিরতির আগ মুহূর্তে অফসাইডের কারণে বাতিল হয় রিয়াল দলপতি করিম বেনজিমার গোল। ম্যাচের দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু থিবো কর্তোয়া একের পর এক দুর্দান্ত সেভ করতে থাকেন। এদিকে, ম্যাচের ৫৯ তম মিনিটে ফ্রেডারিকো ভালভার্দের পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলটিই ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।
এর আগে ২০১৮ সালেও লিভারপুল হাতছাড়া করে ট্রফি। এবারো তারা তাদের প্রতিশোধ নিতে পারলো না। হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ছালাহদের ।
অন্যদিকে রিয়াল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতায় করিম বেনজিমার ব্যালন ডি’অর জয়ের দাবিটা আরো জোড়ালো হলো।