Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

সাকিব দেশ ছাড়লেন আইপিএল খেলতে, যেতে পারলেন না মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ১৪ তম আসরের ২য় অংশ খেলতে গত রোববার মধ্যরাতে দেশ ছেড়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রী ও বিসিবি সভাপতি পাপন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই অলরাউন্ডার। 

সাকিব আল হাসানের সঙ্গে বিমানে সঙ্গী হওয়ার কথা ছিল কাটার মাস্টার মোস্তাফিজার রহমানের। কিন্তু মোস্তাফিজের ভিসা জটিলতার কারণে যেতে পারেননি। তার ভিসা জটিলতা কাটলেই উড়াল দিবেন আরব আমিরাতের উদ্দেশ্যে। 

১৯ সেপ্টেম্বর শুরু হবে আইপিএল এর ২য় অংশ। ১৫ হবে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আইপিএল এর ২ দিন পরেই শুরু হবে বিশ্বকাপ টি-টোয়েন্টি। বিশ্বকাপ টি-টোয়েন্টি এর আগে আর দেশে ফেরা হবে না সাকিব আর মোস্তাফিজের। এবার আইপিএলএ সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সএ আর মোস্তাফিজার খেলছেন রাজস্তান এ। 

আইপিএলের প্রথম পর্বে সাকিবের পারফরম্যান্স অবশ্য সন্তোষজনক ছিল না। তিন ম্যাচে করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট। সাকিব হতাশ করলেও দুর্দান্ত পারফরম দেখিয়েছেন মোস্তাফিজ। রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট শিকার করেছেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। দলের ডেথ ওভারের মূল ভরসা এখন মোস্তাফিজই।