Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

দলে মেসিকে যায়গা করে দিতে পাবলো সারাবিয়ার দল ত্যাগ

দলে মেসিকে যায়গা করে দিতে সাবেক ক্লাবে গেলেন পাবলো সারাবিয়া। পিএসজি এমন এমন একটি ক্লাব যেখানে সব সময় বড় বড় তারকার নাম রাখার চেষ্টা করা হয়। সেই দিক থেকে পাবলো সারাবিয়ার নামটা সেখানে মিলে না। যেখানে এমবাপ্পে, নেইমার, দি মারিয়া, ও ইকার্দিদের মতো তারকা রয়েছে সেখানে পাবলো সারাবিয়ার নামটা যেনো ঠিক যায় না।

পিএসজির আক্রমণভাগে আগে থেকেই তারার মেলা ছিল। তবে দলে মেসি আসার পর থেকো তাদের জৌলুশ যেনো আরও বেড়ে গিয়েছে। পাবলো সারাবিয়া যে খুব একটা খারাপ খেলে তাও না। নেইমার, এমবাপ্পে এদের কারণে তার দলে যায়গা হয় কালেভদ্রে। তবুও সব প্রতিযোগিতা মিলে ৭৯ ম্যাচ খেলে গোল করেছেন ২২ টা। এই মৌসুমেও তিনি হয়তো দলে থাকতেন তবে তবে মেসি দলে আসার কারণে তাকে ফিরে যেতে হয়েছে তার সাবেক দলে।

পিএসজি এই তারকাকে দলে আনার জন্য ১ কোটি ৮০ লাখ ইউরো খরচ করেছিলো। তবে দলে মেসি, নেইমার, এমবাপ্পে, দি মারিয়া এদের খেলানোর জন্য কাউকে না কাউকে দল ছাড়তে হতো তাই অবশেষে পাবলো সারাবিয়াই দল থেকে চলে গেলেন তার পুরনো দলে লিসবনে। তিনি ১ বছরের জন্য ধারে চলে গেলেন তার সাবেক ক্লাবে।