Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

মোস্তাফিজ আবারো অসাধারণ নৈপুন্য দেখালো-ঃ মাহমুদুল্লাহ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে টিমের সকলকেই সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে স্পেশালি বলেছেন মোস্তাফিজকে নিয়ে। যার নয়নকাড়া বোলিং না হলে হয়তো শুক্রবার হারতে হতো বাংলাদেশকে। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেছেন, মোস্তাফিজ যা করেছেন, তা এক কথায় অসাধারণ। ‘মোস্তাফিজ আবারো অসাধারণ নৈপুন্য দেখালো। বিশেষ করে আজকের (শুক্রবারের) রাতটি তো স্মরণীয় তার চোখ ঝলসানো বোলিংয়ে।’

দলের জয় ও সতীর্থদের নিয়ে অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, ছেলেরা সঠিক সময়ে জ্বলে উঠেছে। তাদের লড়াকু মানসিকতা সত্যিই প্রশংসনীয়। যদিও এই ম্যাচ ১৫০ রানেরও ছিল না। তবে আমরা চেষ্টা করেছি ব্যাট হাতে যতটা স্কোর বাড়ানো যায়।’

প্রতিপক্ষ সম্পর্কে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘তারা (অস্ট্রেলিয়া) বেশ ভালো বল করেছে। কিন্তু আমাদের বোলাররাও দারুণ করেছে। যেখানে মিশে ছিল অনেক কাটার ও স্লোয়ার। আমরা যখন ফিল্ডিংয়ে নামি, তখন সাকিবের সাথে কথা হচ্ছিল। সাকিব বলছিল, দ্রুত উইকেট নিয়ে তাদের চাপে রাখতে হবে।

শুরুতে আমরা উইকেট পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয় উইকেট জুটি চিন্তায় ফেলে দিয়েছিল। তবে সেটাও এক সময় আমরা সরাতে পেরেছি।’ ‘আমি মনে করি আমার বেশ ভালো দল। যদিও র‌্যাংকিং সেটা বলে না। কিন্তু আমি বিশ্বাস করি, আমাদের দলটা বেশ ভারসাম্যপূর্ণ।’শনিবার সন্ধ্যায় মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ। কে জানে এবার সিরিজের ব্যবধান ৪-০ হবে কি না! তবে মাহমুদুল্লাহ বাহিনীর টার্গেট সেটাই।