সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
আর একটি উইকেট পাইলেই রেকর্ড হতো সাকিবের।
সাকিব আল হাসান আজও পারলেন না মালিঙ্গাকে ছুঁতে। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা (১০৭) টি। আর একটি উইকেট পাইলেই বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান মালিঙ্গার রেকর্ড ছেড়ে যেতেন। আজ আর সেটি হলো না।
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসান আজকের ম্যাচে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি । তাই আজ আর মালিঙ্গার রেকর্ড ছুঁতে পারলেন না এই অলরাউন্ডার। ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১২৮ রান। জয়ের লক্ষে একটু পর মাঠে নামবে স্বাগতিকরা।