Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

‘ব্যালন ডি অর’ বেনজেমার হাতে, বললেন লিওনেল মেসি

এবার বেনজেমার হাতেই ‘ব্যালন ডি অর’ দেখছেন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের শিরোপা জয়ের মধ্য দিয়ে মোট ১৫ গোল করেছেন করিম বেনজেমা। শেষ ষোলো থেকে ফাইনালে উঠার আগ পর্যন্ত পিএসজি, চেলসি ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল জয়সূচক গোল পেয়েছে বেনজেমার কাছ থেকে। এ ছাড়া লা লিগায় সর্বোচ্চ ২৭ গোল করেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। রিয়ালও জিতেছে লিগ শিরোপা।

চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় বেনজেমার রিয়ালের কাছে হারতে হয়েছে মেসির পিএসজির। সব মিলেয়ে এ মৌসুমের ম্যাচের পারফরম্যান্স মিলেয়ে ব্যালন ডি অর’ বেনজেমার হাতেই দেখছেন এমনটি বললেন লিওনেল মেসি।

গত বছর বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। এ মৌসুমে ৩৪ ম্যাচে ১১ গোল করা মেসি আগের মতো খেলতে পারেননি। বয়সও হয়েছে ৩৪ বছর। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর লিগ ম্যাচে দুয়ো শুনেছেন ভক্তদের কাছে। সে অভিজ্ঞতাও সাক্ষাৎকারে ভাগ করে নেন মেসি, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল। একদম ভিন্ন পরিস্থিতি। বার্সেলোনায় এটা কখনো হয়নি। বরং উল্টোটা হয়েছে। তবে ভক্তদের ক্ষোভটা আমরা বুঝি। চ্যাম্পিয়নস লিগ জয় ছাড়াই তো আরেকটি মৌসুম চলে গেল।’