Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Job news

বিএনসিসি অধিদপ্তরের চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ

বিএনসিসি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১২-২০তম গ্রেডের কর্মচারী নিয়ােগ, ২০২০ এর নিয়ােগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল।

পদের নামঃ

১. সুপারিনটেনডেন্ট,

২. অফিস সহকারী ও

৩. ড্রাইভার

১। সংশ্লিষ্ট সকলের অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য জানানাে যাচ্ছে যে, বরাত ‘ক’ এর মাধ্যমে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১২-২০তম গ্রেডের ০৭ ক্যাটাগরির পদে নিয়ােগ বিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত নিয়ােগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নের ছকের ৩নং কলামে উল্লেখিত রােল নম্বরধারী প্রার্থীদেরকে ২নং কলামে উল্লেখিত পদে সাময়িকভাবে নির্বাচিত  করা হলোঃ

ফলাফলঃ

 

সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কীত নির্দেশাবলী:

ক। সুপারিনটেনডেন্ট, অফিস সহকারী ও ড্রাইভার পদে নিয়ােগের জন্য সাময়িকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে সকল সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত ডাক্তারী পরীক্ষা ও ভােপ টেস্ট এর সুনদসহ আগামী ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকাল ০৯০০ ঘটিকায় সদর দপ্তর বিএনসিসি, ৩২ ঈশা খাঁ অ্যাভিনিউ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০ উপস্থিত থাকতে হবে।

খ। এ জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

সকল প্রার্থীকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে যথাসময়ে সদর দপ্তর বিএনসিসি’তে উপস্থিত থাকার জন্য অনুরােধ করা হলাে।

মেজর মাে: আহসানুল হাসান উপপরিচালক (প্রশাসন) ও সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর।

বিতরণ :

অভ্যন্তরীণ :

কার্যক্রম ;

bncc.portal.gov.bd ওয়েব সাইটে প্রকাশ।

বিএনসিসি অধিদপ্তরের নােটিশ বাের্ড।

অফিস কপি।