Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Bangladesh

ফেটে যাওয়া লরি থেকে সয়াবিন তেল নিয়ে হরিলুট

কুমিল্লার চান্দিনায় তেলবাহী লরি থেকে গড়িয়ে পড়া সয়াবিন তেল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়ক পিচ্ছিল হয়ে অন্তত পাঁচ মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় শিকার হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে।

jagonews24

স্থানীয়রা জানান, মহাসড়কের চান্দিনা এলাকায় তেলবাহী একটি লরির ভেতর থেকে তেল পড়তে থাকে। সড়কের ৫-৬ কিলোমিটার এলাকা জুড়ে তেল পড়তে দেখা যায়। এক পর্যায়ে উপজেলার কুরছাপ এলাকায় পৌঁছলে চালক বিষয়টি বুঝতে পেরে মহাসড়কের পাশে গাড়িটি থামান। এসময় স্থানীয়রা তেল নিতে ঝাঁপিয়ে পড়েন। যে যার মতো করে বালতি ও বোতল ভরে তেল নিয়ে যান।

jagonews24

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, অন্য কোনো গাড়ির ধাক্কায় লরিটির পেছনে থাকা তেলের ড্রাম ফেটে যায়। খবর পেয়ে লরিটি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে চালক ও সহকারীকে কাউকে পাওয়া যায়নি।