সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
স্বাগতিক কলম্বিয়ার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হলো আর্জেন্টিনার। কোপা আমেরিকা মেয়েদের সেমি ফাইনালে স্বাগতিক কলম্বিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা।
২০০৬ সালের পর আবার দ্বিতীয় বারের মতো কোপা আমেরিকার ট্রফি ছুয়ে দেখার স্বপ্ন ভঙ্গ হলো আর্জেন্টিনার।
স্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে কলম্বিয়া। বলের দখলে আর্জেন্টিনা কিঞ্চিত এগিয়ে থাকলেও গোলে শট নেওয়ার দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিলেন স্বাগতিকরা।
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
প্রথমার্ধে দুদলের কেউই কারও গোলমুখ উন্মুক্ত করতে পারেননি। অবশেষে দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ।৬৩ মিনিটে তার করা সেই গোলেই ফাইনালে টিকিট নিশ্চিত হয়েছে স্বাগতিকদের।
গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠেন আর্জেন্টাইনরা। তবে তাতে হিতে বিপরীত হয়। ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদকার্ড তথা লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে।প্রথমার্ধের ২৩ মিনিটে প্রথম হলুদকার্ড দেখেছিলেন এই আর্জেন্টাইন।
বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফাইনালে ওঠার মিশনে মাঠে নামবে সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল, প্রতিপক্ষ প্যারাগুয়ে।