Breaking news 24

নিউজ এখন হাতের মুঠোয়।

দেশের সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert 

Sports

পুরোনো শিষ্য মুস্তাফিজের বোলিং দেখে অভিভূত লক্ষ্মণ

৪ ওভারে প্রয়োজন ৩৮। ক্রিজে একজন থিতু ব্যাটসম্যান, হাতে ৭ উইকেট। ম্যাচে তখন একটু এগিয়ে অস্ট্রেলিয়াই। কিন্তু বাংলাদেশের ছিলেন একজন মুস্তাফিজুর রহমান। তার দুটি জাদুকরী ওভার ঘুরিয়ে দিল মোড়। ১৭ ও ১৯তম ওভারে বোলিং করে দেন কেবল ৫ রান। এর মধ্যে শেষ ওভারে কেবল ১। তখন ক্রিজে ছিলেন অ্যালেক্স কেয়ারি ও ড্যানিয়েল ক্রিস্টিয়ানের মতো দুই বিস্ফোরক ব্যাটসম্যান। ১২ বলে যখন ২৩ রানের প্রয়োজন, তখন ১৯তম ওভারে মাত্র ১ রান খরচ করেছেন দ্য ফিজ। তখনই মূলত ম্যাচ চলে আসে বাংলাদেশের হাতের মুঠোয়।

ম্যাচসেরার পুরস্কার না পেলেও, ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মোস্তাফিজ। এমন দুর্দান্ত অর্জনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও ওয়াসিম জাফর। সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় লক্ষ্মণের অধীনেই ছিলেন মোস্তাফিজ। পুরোনো শিষ্যের বোলিং দেখে অভিভূত লক্ষ্মণ।

তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জেতায় বাংলাদেশ দলকে অভিনন্দন। মোস্তাফিজকে দেখে ভালো লাগছে। ফিজ নিজের সেরা ফর্মে রয়েছে। কী দুর্দান্ত বোলিং পারফরম্যান্স! বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্যও আমি অনেক খুশি।’

সাবেক ওপেনার ওয়াসিম জাফরও প্রশংসায় ভাসিয়েছেন মোস্তাফিজকে। তিনি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। মোস্তাফিজের অবিশ্বাস্য বোলিং ফিগার ৪-০-৯-০… ১৯তম ওভারে মাত্র ১ রান দিয়েছে!’