সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম। তিনি শনিবার মক্কায় পৌছে কাবা শরিফ এর সামনে দাড়িয়ে একটি ছবি তুলে তা পোস্ট করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত শুক্রবার তিনি পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। পবিত্র হজ্ব পালনের জন্য তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর বাতিল করেন।
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
এর আগে ওমরাহ পালন করলেও হজ করা হয়নি মুশফকের। পবিত্র হজ পালনের জন্য দুই বছর আগে থেকেই চেষ্টা করছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে যেতে পারেননি গত দুই বছর। তাই এবার পার্থিব সব কাজ ফেলে রেখে হজ পালনে গেলেন তিনি। হজের জন্য দেশ ছাড়ার আগে অবশ্য ব্যস্ত সময় পার করেছেন মুশফিক। ব্যক্তিগত কাজ, ফিটনেস নিয়ে কাজ করেছেন তিনি। এছাড়াও মেটলাইফ ইনসুরেন্স কোম্পানি আর নগদ ইসলামিকের শ্যুটিং করছেন তিনি। ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে দুটি বিজ্ঞাপনই।