সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
একটু পরেই ৯৪ রানে জয়ের লক্ষে মাঠে নামবে বাংলাদেশ । বাংলাদেশ নিউজিল্যান্ড ৫ ম্যাচ সিরিজের প্রথম ২ ম্যাচ খুব সহজে জয় লাভ করে বাংলাদেশ। তবে ৩য় ম্যাচে তারা নিউজিল্যান্ড এর কাছে খুব কম রানে হেরে যায়। এতে টাইগারদের অনেক প্রশ্নের সম্মুখিন হতে হয়।
আজ নিউজিল্যান্ড এর বিপক্ষে ৪র্থ ম্যাচে মাঠে নেমে তাদেরকে ৯৩ রানে অলআউট করে টাইগাররা। নাসুম আহমেদ এর স্পিন আর মোস্তাফিজের দুর্দান্ত বলে তারা ক্রিজে কেউ বেশি সময় থাকতে পারেনি। নাসুম তার চার ওভারে২ মেডেন নিয়ে ১০ রানে ৪ উইকেট নিলেন তিনি। এর চেয়ে কম রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন শুধু সাকিব আল হাসান।
সকল চাকরির পরীক্ষার সময়সূচী ও ফলাফল মোবাইলে Notification পেতে Android apps মোবাইলে রাখেন: Jobs EXam Alert
অপরদিকে মোস্তাফিজুর রহমান ক্রিজে এসেছিলেন তৃতীয় ওভারে। আরেকটা বড় বিপর্যয়ের হাত থেকে নিউজিল্যান্ডের ইনিংস আগলে রেখেছিলেন তিনিই। শেষ ওভারে এসে ফিফটির আগেই ফিরতে হলো উইল ইয়াংকে। মোস্তাফিজুর রহমানের বলে কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন তিনি ৪৮ বলে ৪৬ রান করে।
ঠিক পরের বলে ব্লেয়ার টিকনারকে ক্যাচ বানিয়ে কিউইদের ইনিংস শেষ করেছেন মোস্তাফিজ। নিউজিল্যান্ড থেমেছে ৯৩ রানেই। একটু পরেই জয়ের লক্ষে মাঠে নামবেন টাইগাররা।